ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আইতানা বোনমাতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৮ জুন ২০২৫ , ০৯:৩৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নারী ফুটবলের অন্যতম সেরা তারকা ও দুইবারের ব্যালন ডি’অর জয়ী আইতানা বোনমাতি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভাইরাল মেনিনজাইটিস নামক মস্তিষ্কের প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি চিকিৎসাধীন। এই অবস্থায় ইউরো চ্যাম্পিয়নশিপের আগেই তার ছিটকে যাওয়া স্পেন নারী দলের জন্য বড় ধাক্কা।

বিজ্ঞাপন

আগামী ২ জুলাই থেকে সুইডেনে শুরু হতে যাচ্ছে ইউরো আসর। স্পেন নিজেদের প্রথম ম্যাচ খেলবে পর্তুগালের বিপক্ষে ৩ জুলাই। তবে এখনো পর্যন্ত বোনমাতির এই টুর্নামেন্টে খেলার সম্ভাবনা ক্ষীণ। 

স্পেন নারী দল বিশ্বকাপ ও নেশনস লিগ জিতলেও ইউরো শিরোপা এখনো অধরা। ১৯৯৭ সালে সেমিফাইনালই তাদের সর্বোচ্চ অর্জন। এমন একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ঠিক আগে ২৭ বছর বয়সী বার্সেলোনা মিডফিল্ডারের অসুস্থতা দলের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

শুক্রবার জাপানের বিপক্ষে ৩-১ গোলে জেতা প্রস্তুতি ম্যাচেও তিনি খেলতে পারেননি। তবে ইনস্টাগ্রামে শেয়ার করা হাসপাতালে বসে খেলা দেখার একটি ছবি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনায় পোস্টে শুভকামনা জানাচ্ছেন।

স্পেনের কোচ মন্তসে তোম সাংবাদিকদের জানান, এখনও নিশ্চিত নয় ঠিক কবে নাগাদ বোনমাতি সুস্থ হয়ে উঠবেন। তোম বলেন, চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা স্থিতিশীল। মেনিনজাইটিস নিয়ে কথা বলতেই ভয় হয়, তবে এটা নিরাময়যোগ্য। আইতানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার ফিরতে কতদিন লাগবে তার নিশ্চয়তা দেয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, আইতানা আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা তাকে যতদিন সম্ভব অপেক্ষা করেই পাবার চেষ্টা করব। তবে এখনো তার মাঠে ফেরার সময়সীমা বলা যাচ্ছে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বার্সেলোনার হয়ে এই মিডফিল্ডার ২০২৩ এবং ২০২৪ সালের ফিফা বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কারও জিতেন। স্পেনের হয়ে ৭৮ ম্যাচ খেলে ৩০টি গোল করেছেন। ২০২৩ সালের নারী বিশ্বকাপ ও ইউরোপিয়ান নেশনস লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। শেষ পর্যন্ত বোনমাতি ইউরোয় খেলতে না পারলে স্পেনের জন্য বড় ধাক্কা হবে।  

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |