ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

নিদাহাসে ফাইনাল খেলার লক্ষ্য টাইগারদের

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০৩ মার্চ ২০১৮ , ০৫:১৬ পিএম


loading/img

ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার স্মৃতি এখনও তরতাজা। সেই লঙ্কানদের বিপক্ষে খেলতে আগামীকাল দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ। যেখানে আরেক শক্ত প্রতিপক্ষ ভারত। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ভারত ও শ্রীলঙ্কাকে টপকে বাংলাদেশের ফাইনাল খেলার চিন্তা অনেকটাই সাহসের। তবুও নিদাহাস ট্রফিতে ফাইনাল খেলার লক্ষ্য বাংলাদেশের।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান চোটের কারণে দলের বাইরে। আর ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও পিএসএল খেলতে দুইবাতে। তাই আসন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাবার আগে শনিবার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নতুন দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত হেড কোচ কোর্টনি ওয়ালশ এমনটাই অভিব্যক্তি প্রকাশ করেন।

নিদহাস ট্রফিতে টাইগারদের উদ্দেশ্য সম্পর্কে ওয়ালশ বলেন, ধারাবাহিকভাবেই ভালো খেলতে চাই আমরা। আগে থেকে সব পরিকল্পনা নির্দিষ্ট না করে, আমার মতে ম্যাচ বাই ম্যাচ ভাবতে চাই। তাছাড়া ম্যাচ পরিকল্পনায় যদি কয়েকটি ম্যাচ জিতে ফাইনালে যেতে পারি তাহলে সেটা হবে অনেক বড় পাওয়া।

বিজ্ঞাপন

এবার চ্যালেঞ্জটা শ্রীলঙ্কার মাটিতে। কতোটুকু পারবে বাংলাদেশ? ওয়ালশ শোনালেন প্রত্যাশা ও লক্ষ্যের কথা, আমরা আন্ডারডগ হিসেবে যাচ্ছি। ভালোমানের দুটি দলের বিপক্ষে আমাদের খেলতে হবে। আমি মনে করি, তারপরও আমাদের সুযোগ থাকবে। আমরা যদি ধারাবাহিক থাকি তাহলে ফাইনাল খেলার সম্ভাবনা থাকবে। আমাদের লক্ষ্য সেটাই। যদি প্রাথমিক লক্ষ্য পূরণ করতে পারি, তাহলে পরবর্তী পর্যায়ে পা বাড়ানো যাবে। আশা করছি আমরা ভালো কিছু করবো এবং ধারাবাহিক ক্রিকেট খেলবো।

সাফল্য পাওয়ার জন্য ছেলেদের বলেছেন পুরনো স্মৃতি ভুলে নতুনের পথে এগিয়ে যেতে। দিয়েছেন উপভোগের মন্ত্র। মাঠে সিরিয়াস থেকে পরিকল্পনা কাজে লাগালে সাফল্য নিজ থেকে ধরা দেবে বলে বিশ্বাস কোচের।

বিজ্ঞাপন

তার ভাষ্য, আমি দলের প্রত্যেককে বলেছি নিজেদের সাথে কথা বলতে। প্রত্যেককে ম্যাচ উপভোগ করতে বলেছি। মাঠে যতো বেশি তারা পরিকল্পনা প্রয়োগ করতে পারবে ততো বেশি সাফল্য আমরা পাব। এর জন্য বাড়তি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের রিল্যাক্স থাকা উচিত এবং টুর্নামেন্ট উপভোগ করা উচিত। তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এজন্য গর্ববোধ করা উচিত।

কোচিং ক্যারিয়ার খুব লম্বা নয় ওয়ালশের। তবে একেবারে কমও নয়। ২০১৬-এর আগস্ট থেকে আছেন বাংলাদেশের বোলিং কোচের দায়িত্বে। তবে এবারই প্রথম প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন। তবে সেটা আপাতত শুধু এই সফরের জন্য। শুরুতেই খুব বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান না ওয়ালশ। 

৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করেছে শ্রীলঙ্কা। আগামী ৬ মার্চ শুরু হতে যাওয়া টুর্নামেন্টের নাম রাখা হয়েছে ‘নিদাহাস ট্রফি ২০১৮’। 
সিরিজটিতে অংশগ্রহণ করতে আগামীকাল দুপুর ১টার ফ্লাইটে কলম্বোর উদ্দেশ্য দেশ ছাড়বে টাইগাররা। ৬ তারিখে সিরিজের প্রথমদিনে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে ভারত। আর আগামী ৮ তারিখে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন: 

এএ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |