কিংবদন্তি শব্দটা নামের পাশে অনেক আগেই জুড়ে ছিলেন। বাংলাদেশের জাতীয় নারী দাবায় তার আছে অবিশ্বাস্য কিছু রেকর্ড। টানা ছয়বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও তার দখলে। এবার নিজের নামের পাশে আরেকটা বিস্ময় বসিয়ে নিলেন নারী দাবার রানী।
শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনে দাবা কক্ষে অনুষ্ঠিত ৩৮তম আসরে জাতীয় দাবায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রানী হামিদ। এর মধ্য দিয়ে সাত বছর পর ১৯তম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অজর্ন করলেন তিনি। সব মিলিয়ে ১১ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে পরের অবস্থানটি গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের।
-----------------------------------------------------
আরও পড়ুন : ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন জনসন
-----------------------------------------------------
২০১১ সালের পর এবার আবারও জাতীয় নারী দাবায় চ্যাম্পিয়ন। তাও আবার ৭৫ বছর বয়সে! রানীই হয়তো সবচেয়ে বেশি বয়সে জাতীয় নারী দাবায় চ্যাম্পিয়ন হলেন!
১৮তম শিরোপা জিতেছিলেন ২০১১ সালে। অর্থাৎ সাত বছর পর মিলল ১৯ নম্বর শিরোপা। ৯ খেলায় ৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছেন রানী হামিদ। হেরেছেন শুধু প্রতিভা তালুকদারের কাছে। শিরোপা লড়াইয়ে তার প্রধান প্রতিদ্বন্দী ছিলেন মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা। তাকে হারিয়েছেন ষষ্ঠ রাউন্ডে।
এই বয়সেও কিভাবে সম্ভব হলো এমন প্রশ্নে দাবা কিংবদন্তির জবাব, একটা বিদেশি পত্রিকায় কিছুদিন আগে দেখলাম একজন ৭৪ বছর বয়সেও চ্যাম্পিয়ন হয়েছেন। ভাবলাম, ৭৭ বছরে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করে দেখতে হবে আমাকে (হাসি)।
রানী হামিদ যোগ করেন, এখন খেলে আনন্দ পাই, কত প্রতিভা নিয়ে নতুন নতুন মেয়েরা আসছে। ওদের সঙ্গে খেলতে ভালো লাগে।
৩৮তম আসরের রানারআপ নাজরানা খানের কণ্ঠেও ঝরল রানী হামিদকে নিয়ে মুগ্ধতা, রানী আপা অন্য সবার থেকে আলাদা, দেখুন এই ৭৫ বছর বয়সেও কীভাবে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছেন। অনেকে হয়তো বলবে বয়স কোনো বিষয় না। কিন্তু সেটাকে একেবারে বাদও তো দিতে পারবেন না। আত্মনিবেদন না থাকলে কিন্তু সেটা হয় না।
মানিকগঞ্জের নাজরানা খান ইভা ৭ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন। ইভা শেষ রাউন্ডে জান্নাতুল ফেরদৌসের কাছে হেরে যান। সাড়ে ৬পয়েন্ট করে অর্জন করেন ৩ জন খেলোয়াড়, টাইব্র্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে নরসিংদীর নোশিন আনজুম তৃতীয়, জান্নাতুল ফেরদৌস চতুর্থ এবং ঢাকা বিভাগের কাজী জারিন তাসনিম পঞ্চম স্থান লাভ করেন।
৬ পয়েন্ট করে নিয়ে মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা ষষ্ঠ, ঠাকুর জানিয়া হক সপ্তম ও ওয়াদিফা আহমেদ অষ্টম স্থান লাভ করেন। সাড়ে ৫ পয়েন্ট করে নিয়ে নবম হতে দ্বাদশ স্থান পান যথাক্রমে উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার, মহিলা ফিদে মাস্টার আফরোজা খানম বাবলী, আহমেদ ওয়ালিজা ও নারায়ণগঞ্জের মোছাম্মৎ ঝর্না বেগম।
হঠাৎ অসুস্থ হয়ে আগের দিন হাসপাতালে ভর্তি হয়েছেন ছেলে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। পরের দিনই মা রানী হামিদ দীর্ঘদিন পর জিতলেন জাতীয় দাবার মুকুট।
রোল অব অনার:
১৯৭৯-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৮০-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৮১-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৮২-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৮৩-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৮৪-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৮৫-ইয়াসমীন বেগম
১৯৮৬-ইয়াসমীন বেগম
১৯৮৮-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৮৯-মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা
১৯৯০-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৯১-মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন
১৯৯২-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৯৩-মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা
১৯৯৪-মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন
১৯৯৫-মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা
১৯৯৬-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৯৭-মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা
১৯৯৮-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
১৯৯৯-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
২০০০-মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা
২০০১-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
২০০২-মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা
২০০৩-মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা
২০০৪-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
২০০৫-আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা
২০০৬-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
২০০৭-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
২০০৮-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
২০০৯-মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন
২০১০-আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা
২০১১-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
২০১২-মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন
২০১৪-আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা
২০১৫-আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা
২০১৬-মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা
২০১৭-মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন
২০১৮-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ
আরও পড়ুন :
এএ/জেএইচ