• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

তামিমের দৃঢ়তার পরও বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ মার্চ ২০১৯, ১১:০৯

৪৮১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামে বাংলাদেশ। নিউজিল্যান্ডের পেস তোপে পড়ে বিপর্যয়ে পড়েছে টাইগাররা। ফিরে গেছে চারজন ব্যাটসম্যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৬৪ রান।মাহমুদুল্লাহ ৯ রানে ও সৌম্য ৩৫ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় ইনিংসেও ইনিংসের গোড়াপত্তন করতে নেমে তামিম-সাদমান দারুণ শুরু করেন। ২২.৩ ওভারে ৮৮ রান স্কোরবোর্ডে জমা করে ওয়াগনারের শিকার হয়ে ফিরে যান সাদমান ইসলাম।

এরপরই বাংলাদেশের ইনিংসে মোড়ক লাগে। দলীয় শতরানে বোল্টের শিকার হয়ে ফিরেন মুমিনুল। এরপর কোনও না করা মিঠুনকে উইলিয়ামসনের ক্যাচ বানিয়ে ফেরান বোল্ট।

মাঝে আগের ইনিংসের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল এদিন ক্যারিয়ারের ২৬তম অর্ধশত তুলে নেন। দলের চতুর্থ উইকেট হিসেবে তামিম সাউদির বলে উইকেটের পিছনে ক্যাচ দিলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তামিম ৮৬ বলে ১২টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৭৪ রান করেন।

এর আগে নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে থামে নিউজিল্যান্ড। রেকর্ড গড়ার পথে সেঞ্চুরি করেন অধিনায়ক উইলিয়ামসন, রাভাল ও ল্যাথাম।

উইলিয়ামসন তার ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন। ২৫৭ বলে ১৯ চারে অপরাজিত ২০০ রানের ইনিংসটি খেলার পথে নিউজিল্যান্ডের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৬ হাজার রান পূর্ণ করেন তিনি, সেটি আবার দেশের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে। ১২৬ ইনিংসে মাইলফলক ছুঁয়ে উইলিয়ামসন পেছনে ফেলেছেন রস টেলরের ১৪৫ ইনিংসের রেকর্ড।

প্রথম ব্যাটসম্যান হিসেবে সেডন পার্কে ডাবল সেঞ্চুরি করলেন উইলিয়ামসন। ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে স্টিফেন ফ্লেমিংয়ের ১৯২ ছিল এই মাঠে আগের সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংস। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখানে ১৭৬ রান করে আউট হয়ে গিয়েছিলেন উইলিয়ামসন। এর মধ্য দিয়ে নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ২০টি সেঞ্চুরি কীর্তিও গড়লেন তিনি।

আগের দিনের ৪ উইকেটে ৪৫১ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় সেশন পর্যন্ত ব্যাট করে ৭১৫ পর্যন্ত টেনে নিয়ে থামেন উইলিয়ামসন। এটি তাদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ। ২০১৪ সালে শারজায় ৬৯০ রান ছিল তাদের আগের রেকর্ড।

ইনিংস ডিক্লেয়ারের আগে অবশ্য নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি ২৫৭ বলে ১৯টি চারের সাহায্যে এ রান সংগ্রহ করেন। হাফসেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন ওয়েগনার। তবে তাকে ব্যক্তিগত ৪৭ রানে এবাদত হোসেন লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান।

পরে ওয়াটলিংয়ের সঙ্গে জুটি গড়েন উইলিয়ামসন। এসময় টেস্ট ক্যারিয়ারে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক। ১২৬ ইনিংসে এই মাইলফলকের দেখা পেয়েছেন তিনি। দেশের ইতিহাসে যা দ্রুততম। ১৪৫ ইনিংসে আগের রেকর্ড ছিল রস টেইলের। উইলিয়ামসন-ওয়াটলিং জুটিও দারুণ জমে উঠে। লাঞ্চের ঠিক আগে ওয়াটলিংকে ৩১ রানে থামিয়ে জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ।

তবে থেকে যান উইলিয়ামসন। ধীরে ধীরে ডাবল সেঞ্চুরির পথে এগিয়ে যান তিনি। তাকে দারুণ সঙ্গ দেন গ্র্যান্ডহোম। একপ্রান্তে অধিনায়ক ধীরে চললেও অপরপ্রান্তে স্টিম রোলার চালান পেস অলরাউন্ডার। চার-ছক্কার ফুলঝুরিতে সেঞ্চুরির পথে এগিয়ে যান তিনি। তবে উইলিয়ামসন দ্বিশতক ছোঁয়া মাত্রই ইনিংস ঘোষণা করায় তিন অংক ছোঁয়া হয়নি গ্র্যান্ডহোমের। ৫৩ বলে ৪ চারের বিপরীতে ৫ ছক্কায় ৭৬ রানের অপরাজিত থাকেন তিনি।

বাংলাদেশের হয়ে মিরাজ ও সৌম্য ২টি করে উইকেট নেন।

এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লাল বলের ক্রিকেটে জ্যোতির ইতিহাস
দেশে ক্রীড়াঙ্গনের যত আলোচিত ঘটনা
প্রতারণার মামলা নিয়ে যা বললেন ভারতীয় ক্রিকেটার উথাপ্পা
বাড়ছে নারী ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি ও বোনাস