ফাইনালে রূপ নেয়া ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-২ সমতা থাকায় শেষ ম্যাচটি ফাইনালে রূপ নিয়েছে। ফাইনালে রূপ নেয়া ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারেন ফিঞ্চ।
দিল্লির ফিরোজ শাহ কোটলায় বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। স্টার স্পোর্টস ওয়ান ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে।
প্রথম দুই ম্যাচে জিতে ভারত এগিয়ে থাকলেও পরের দুটি ম্যাচে জয় পাওয়ায় পুরোপুরি আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ক্যাঙ্গারুরা।
চতুর্থ ওয়ানডেতে সাড়ে ৩’শ রান করেও ম্যাচে জয় না পাওয়ায় মানসিকভাবে অনেকটা পিছিয়ে থাকলো ভারত। তবে নিজেদের মাঠ বলে কথা।
এ ম্যাচে উভয় দলই স্কোয়াডে কিছু পরিবর্তন করেছে। ভারত যুজবেন্দ্র চাহালের জায়গায় জাদেজা ও লোকেশ রাহুলের জায়গায় মোহাম্মদ শামিকে অন্তর্ভূক্ত করেছে। অপরদিকে অস্ট্রেলিয়া শন মার্শের জায়গায় মার্কাস স্টয়নিস ও জেসন বিহেনডরফ এর পরিবর্তে নাথান লিয়নকে অন্তর্ভূক্ত করেছে।
অস্ট্রেলিয়া একাদশ
অ্যারেন ফিঞ্চ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, মার্ক স্টয়নিস, অ্যাস্টন টার্নার, অ্যালেক্স ক্যারি, জে রিচার্ডসন, প্যাট কামিন্স, নাথান লায়ন, অ্যাডাম জাম্পা।
ভারত একাদশ
রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, বিজয় শঙ্কর, কেদার যাদব, রিশভ পান্ত, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, জাসপ্রীত বুমরাহ।
আরও পড়ুন
এএ/জেএইচ
মন্তব্য করুন