• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

আইপিএলের উদ্বোধনী দিনে মুখোমুখি কোহলি-ধোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ মার্চ ২০১৯, ১৪:১৫

আজ মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসর। উদ্বোধনী দিনেই মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

শনিবার চেন্নাইয়ের এমএ চিদম্বরাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

সাধারণত মে মাসে টুর্নামেন্টটির আগের আসরগুলো হলেও এবার এটি শুরু হচ্ছে এপ্রিল মাসেই। বিশ্বকাপ ও ভারতের লোকসভা নির্বাচনের কারণে এবার নির্ধারিত সময়ের আগেই শুরু হচ্ছে আইপিএল। আগামী ১২ মে চেন্নাইয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আইপিএলে চেন্নাই এখন পর্যন্ত তিনবার চ্যাম্পিয়ন ও তিনবার রানার্স আপ হয়েছে। গত আসরে তারা শিরোপা ঘরে তুলেছিল। চেন্নাইকে মাঝখানে দুই বছরের জন্য সাসপেন্ড করেছিল আইপিএল কমিটি। কিন্তু বেঙ্গালুরু একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে দলটি তিনবার রানার্স আপ হয়েছে। গত আসরে ষষ্ঠ অবস্থানে থেকে তারা টুর্নামেন্ট শেষ করেছিল।

-------------------------------------------------------
আরও পড়ুন : উদানার ঝড় সত্ত্বেও সিরিজ দক্ষিণ আফ্রিকার
-------------------------------------------------------

আইপিএলে চেন্নাই ও বেঙ্গালুরু ২৩ বার দেখা হয়েছে যার মধ্যে ১৫ বার জয় পেয়েছে চেন্নাই। সর্বশেষ ছয়বারের দেখায় ছয়বারই জয় পেয়েছে চেন্নাই। এই ম্যাচটি নিয়ে ভক্তদের তুমুল আগ্রহের অন্যতম কারণ হচ্ছে ধোনি-কোহলির লড়াই দেখা।

আইপিএলের এবারের আসরে বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান খেলছেন। গত আসরের মতো এবারও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলবেন তিনি। ২০১৮ সালে রানার্স আপ হয়েছিল সাকিবের দল। আর বিশ্বকাপের ফিট হয়ে জাতীয় দলকে সাপোর্ট দেয়ার জন্য এবারের আসর থেকে নিজের নাম প্রত্যাহার করেন বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
চেন্নাই সুপার কিংস

শেন ওয়াটসন, ফ্যাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রায়ুডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার যাদব, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, ডেভিড উইলি, মোহিত শর্মা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
পার্থিব পেটেল (অধিনায়ক), মঈন আলী, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, শিমরন হেটমেয়ার, শিভাম ডুবে, ওয়াশিংটন সুন্দর, টিম সাউদি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, যুযবেন্দ্র চাহাল।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লাল বলের ক্রিকেটে জ্যোতির ইতিহাস
দেশে ক্রীড়াঙ্গনের যত আলোচিত ঘটনা
প্রতারণার মামলা নিয়ে যা বললেন ভারতীয় ক্রিকেটার উথাপ্পা
বাড়ছে নারী ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি ও বোনাস