• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

এশিয়া কাপ রিকার্ভে বাংলাদেশ ও রুমান সানার রৌপ্য জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ মার্চ ২০১৯, ১৭:১৪
মো. রুমান সানা || ফাইল ছবি

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং রিকার্ভে দলগতভাবে বাংলাদেশ ও পুরুষ এককে মো. রুমান সানা ব্রোঞ্জ রৌপ্য জয় করেছে।

শনিবার প্রতিযোগিতার শেষ দিনে রিকার্ভ পুরুষ এককে রুমান সানার ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে কাজাখস্তানের আব্দুললিন ইলফাতের কাছে পরাজিত হয়ে রৌপ্য পদক লাভ করেন।

রিকার্ভ পুরুষ দলগতভাবে ১/৮ খেলায় বাংলাদেশের রিকার্ভ পুরুষ দল (মো. রুমান সানা, মো. ইমদাদুল হক মিলন ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল) ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে ফিলিপাইনকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ দল ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে মঙ্গোলিয়াকে হারিয়ে সেমি-ফাইনালে উন্নীত হয়। সেমি-ফাইনালে বাংলাদেশ দল ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে চায়নার নিকট পরাজিত হয়ে ব্রোঞ্জ মেডেল ম্যাচে উন্নীত হয়।
ব্রোঞ্জ মেডেল ম্যাচে বাংলাদেশ দল ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ দল ব্রোঞ্জ মেডেল জয় লাভ করে।

রিকার্ভ নারী দলগতভাবে ১/৮ খেলায় বাংলাদেশের রিকার্ভ মহিলা দল (দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তার) চাইনিজ তাইপে’র নিকট ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়।

রিকার্ভ মিশ্র দলগতভাবে ১/৮ খেলায় বাংলাদেশ দল (মো. রুমান সানা ও দিয়া সিদ্দিকী) ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে ভিয়েতনামকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।

কোয়ার্টার ফাইনাল খেলায় বাংলাদেশ দল ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে চাইনিজ তাইপেকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়। সেমি-ফাইনাল খেলায় বাংলাদেশ দল ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে মিয়ানমারের নিকট পরাজিত হয়ে ব্রোঞ্জ মেডেল ম্যাচে উন্নীত হয়।

ব্রোঞ্জ মেডেল ম্যাচে বাংলাদেশ দল ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে চীনে নিকট পরাজিত হয়।

আগামীকাল দুপুর ১২টা ১০ মিনিটে থাইএয়ারে বাংলাদেশ আরচারী দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়