ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি, দশে নেই মেসিরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০১৯ , ০৬:৩৬ পিএম


loading/img
বাংলাদেশ জাতীয় ফুটবল দল

জাতীয় ফুটবল দলের নতুন কোচ জেমি ডে দায়িত্ব নিয়ে বলেছিলেন তার প্রাথমিক লক্ষ্য র‍্যাংকিংয়ে বাংলাদেশকে ১৫০'র ভেতরে নিয়ে আসা।পুরোপুরি না হলেও প্রাথমিকভাবে সফল জেমি ডে।

বিজ্ঞাপন

কেননা তার অধীনেই দীর্ঘদিন পর বাংলাদেশ দল ১৯০‘র বৃত্ত থেকে মুক্তি পেয়েছে। সম্প্রতি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা নতুন র‌্যাংকিং ঘোষণা করে। সেখানে ঘোষিত সবশেষ আপডেটে চার ধাপ উন্নতি ঘটেছে বাংলাদেশ ফুটবল দলের।

৭ ফেব্রুয়ারির র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশ ছিলো ১৯২তম স্থানে। আজ (৪ এপ্রিল) প্রকাশিত র‍্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ১৮৮তম। কম্বোডিয়ার বিপক্ষে পাওয়া জয়ে ২ রেটিং যোগ হওয়ায় বাংলাদেশের বর্তমান রেটিং এখন ৯০৯।

বিজ্ঞাপন

দুই র‌্যাংকিংয়ের মাঝে মোট ১৫০ ম্যাচ খেলা হয়েছে। র‍্যাংকিংয়ের শীর্ষ দলগুলোর তেমন কোনো ওলটপালট হয়নি। রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়া বেলজিয়াম যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে।

দুইয়ে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তবে এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছে ইংল্যান্ড। অন্যদিকে এক ধাপ পিছিয়ে পাঁচে রানার্সআপ দল ক্রোয়েশিয়া। শীর্ষ দশের মধ্যে নেই আর্জেন্টিনা ও জার্মানি। 

তবে সবচেয়ে বড় লাফ দিয়েছে ইসরায়েল। ৮ ধাপ এগিয়ে ৮৪তম স্থানে আছে দলটি। তাদের পরেই ৬ ধাপ এগিয়ে ১৪৩তম স্থানে আছে গুয়াতেমালা ও ১৩১তম স্থানে তানজানিয়া।

বিজ্ঞাপন

এএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |