• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

চেলসিকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত করল লিভারপুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ এপ্রিল ২০১৯, ১০:৫৮

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে হারিয়ে দিয়েছে লিভারপুল। ২-০ গোলে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে দলটি।

রোববার অ্যানফিল্ডে ঝাঁঝালো লড়াইতে গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ। ঘরের মাঠে একটি করে গোল করেছেন সাদিও মানে ও মোহাম্মদ সালাহ।

ম্যাচের ৫১ মিনিটে হেন্ডারসনের সহায়তায় অলরেডদের লিড এনে দেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে। দুই মিনিট পরেই দূরপাল্লার বুলেট শটে ব্যবধান দ্বিগুণ করেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ।

এই জয়ে এক ম্যাচ বেশি খেলে দুই পয়েন্টের লিড ইয়ুর্গান ক্লপের দলের। আর চতুর্থ স্থানে চেলসি।

এদিন অন্যম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে শিরোপা আশা জীবন্ত রেখেছে ম্যানচেস্টার সিটি। শেলহার্স্ট পার্কে সিটিজেনদের পক্ষে জোড়া গোল করেন রহিম স্টার্লিং।

একটি গোল গ্যাব্রিয়েল জেসুসের। ক্রিস্টালের পক্ষে এক গোল শোধ দেন মিলিভোজেভিচ।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯ গোলের ম্যাচে টটেনহ্যামকে হারাল লিভারপুল
কারাবাও কাপের শেষ চার নিশ্চিত করেছে আর্সেনাল-লিভারপুল
চেলসির কাছে নিজেদের মাঠে হারল টটেনহ্যাম 
বিরূপ আবহাওয়ায় স্থগিত লিভারপুল-এভারটন ডার্বি ম্যাচ