ভারতের বিপক্ষে পারল না বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। যুবা টাইগারদের দেয়া ২৬২ রানে টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেট ও ৮ বল বাকি থাকতে ম্যাচটি জিতে নেয় ভারতীয়রা।
জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে ভারতীয় ওপেনার জুটি । ১০৪ রানের মাথায় জুটি ভাঙ্গেন রাকিবুল হাসান। ১২১ রানের মাথায় আবারো রাকিবুলের আঘাতে সাঁজঘরে যায় আরেক ওপেনার। এরপর শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী একটি করে উইকেট নিলেও প্রতিপক্ষের জয় ঠেকাতে পারেনি লাল-সবুজরা।
এর আগে হোভের কাউন্টি গ্রাউন্ডে টসে জিতে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ভর করে সব কয়টি উইকেট হারিয়ে ২৬১ রান সংগ্রহ করে বাংলাদেশ।
পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে ৬০ রান, শামীম ৩২ ও তানজিদ হাসানের ২৬ রান করেন। এছাড়া আর কোন ব্যাটসম্যানই দশকের ঘর ছুঁতে পারেনি।
টুর্নামেন্টের অপর প্রতিপক্ষ ছিল স্বাগতিক ইংল্যান্ড।
ওয়াই
মন্তব্য করুন