ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

মেসি না থাকলেও জয় পেয়েছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯ , ১১:৪৩ পিএম


loading/img
ফাইল ছবি

উরুর ইনজুরির কারণে লিওনেল মেসি খেলতে পারেননি গেতাফের বিপক্ষে। শনিবার গেতাফের মাঠেই স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়া এই জয়ে মোট সাত ম্যাচে চারটি জয় পেল বার্সেলোনা।চার জয়ের সঙ্গে এক ম্যাচের ড্র সহ মোট ১৩ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই দুই দলের পাল্টাপাল্টি আক্রমণে গোলের দেখা পেতে লেগে গেছে ৪১ মিনিট। উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজের গোলে প্রথমার্ধ শেষ করে বার্সা।

এরপর দ্বিতীয়ার্ধেও চলে একের পর এক পাল্টা আক্রমণ। কিন্তু নিজেদের রক্ষণভাগ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি গেতাফে।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় স্প্যানিশ ডিফেন্ডার জুনিয়র ফিরপোর গোলে ২-০ ব্যবধানে লিড নিয়ে নেয় কাতালানরা।

এরপর দুই দুলের আক্রমণ আরও বাড়তে থাকে। যার খেসারত দিতে হয় বার্সেলোনাকে। ম্যাচ শেষ হবার ঠিক পাঁচ মিনিট আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ক্লিমেন্ট লেঙ্গেলটকে।

এমআর/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |