দাবার ‘রানী’র মুকুটে আরও এক পালক
৩৯তম জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন রানী হামিদ। শেষ পর্বের খেলায় বাংলাদেশ আনসারের এই আন্তর্জাতিক মহিলা মাস্টার পরাজিত করেন মানিকগঞ্জের নারী ফিদে মাস্টার নাজরানা খান ইভাকে। মোট ৯ খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়েছেন রানী।
জাতীয় নারী দাবায় এটি তার ২০তম শিরোপা জয়। আট পয়েন্ট নিয়ে রানার আপ হয়েছেন জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন। সাত পয়েন্ট করে নিয়ে টাই-ব্রেকিং পদ্ধতিতে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির আহমেদ ওয়ালিজা তৃতীয় ও নজারানা খান ইভা হয়েছেন চতুর্থ।
নবম ও ফাইনাল রাউন্ড শেষে বিজয়ীদের হাতে প্রাইজমানি ও ট্রফি তুলে দেয় দাবা ফেডারেশন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার। বিশেষ অতিথি এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ও আন্তর্জাতিক দাবা সংগঠক মহিলা ক্যান্ডিডেট মাস্টার মাহমুদা হক চৌধুরী মলি।
৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় ঢাকাসহ দেশের অন্যান্য জেলার ৫৮ জন খলোয়াড় অংশ নেন।
রোল অব অনার
১৯৭৯-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ১৯৮০--আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ১৯৮১--আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ১৯৮২-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ১৯৮৩-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ১৯৮৪-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ১৯৮৫-ইয়াসমীন বেগম, ১৯৮৬-ইয়াসমীন বেগম, ১৯৮৭-হয়নি, ১৯৮৮- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ১৯৮৯-মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা, ১৯৯০-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ১৯৯১-মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন, ১৯৯২--আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ১৯৯৩-মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, ১৯৯৪-মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন, ১৯৯৫-মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা, ১৯৯৬-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ১৯৯৭- মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা, ১৯৯৮-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ১৯৯- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ২০০০-মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, ২০০১- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ২০০২- মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা,২০০৩- মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা, ২০০৪-আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ২০০৫- আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা, ২০০৬- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ২০০৭- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ২০০৮- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ২০০৯-মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন, ২০১০- আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা, ২০১১- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ২০১২- মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন, ২০১৩-হয়নি, ২০১৪- আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা, ২০১৫- আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা, ২০১৬-মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, ২০১৭-মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন, ২০১৮- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ এবং ২০১৯- আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ।
আর/ওয়াই
মন্তব্য করুন