• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

বিশ্বকাপে আবারও নিজেদের প্রমাণ করতে চাই: সাকিব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ অক্টোবর ২০১৯, ১৮:৪০
2020 ICC T20 World Cup
ছবি- সংগৃহীত

২০২০ সালের ১৮ অক্টোবর শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা ছোট ফরম্যাটের এই আসরের আগে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়ক কথা বলেছেন আইসিসির সঙ্গে। বাংলাদেশের দলপতি সাকিব আল হাসান জানিয়েছেন ওয়ানডে বিশ্বকাপের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজেদের প্রমাণ করতে চায় তার দল।

আইসিসির ওয়েবসাইটে সাকিব বলেন, ‘সত্যি কথা বলতে টি-টোয়েন্টিতে আমরা ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিতে পারিনি। আমরা যতটুকু খেলতে চাই সে তুলনায় খেলাও পাইনি। তবে টুর্নামেন্টগুলোতে আমাদের পারফরম্যান্স বেশ আশাব্যঞ্জক। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা সুপার এইটে পৌঁছাই। এশিয়া কাপ ও বেশ কয়েকটি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলেছি। ২০১৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ভারতের মতো দলকে প্রায় হারিয়েই দিয়েছিলাম।’

চলতি বছর ৫০ ওভারের বিশ্বকাপে ব্যাট হাতে অসাধারণ ছিলেন সাকিব। পুরো টুর্নামেন্ট জুড়ে ৬০৬ রান তুলেছিলেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দল নিয়ে বেশ আশাবাদী সাকিব।

‘বেশ কয়েকজন তরুণ তুর্কি রয়েছে আমাদের দলে। সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটাররাতো আছেই। বর্তমানে আমরা টুর্নামেন্টের প্রথম ধাপটা পার করতে মনোযোগ দিচ্ছি। তাছাড়া ভিন্ন কন্ডিশনে ভালো করার চেষ্টা করছি। আমাদের আবারও বিশ্বকাপে নিজেদের প্রমাণ করতে হবে।’

বিশ্বসেরা অলরাউন্ডার মনে করেন সমর্থকদের জন্যই ভালো খেলার প্রেরণা খুঁজে পাওয়া সম্ভব। দল যেখানেই থাকুক, দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে সেখানে ছুটে যায় ক্রিকেট ভক্তরা।

---------------------------------------------------------------
আরো পড়ুন: প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দিলেন ফিফা সভাপতি
---------------------------------------------------------------

‘আমি সবসময়ই বলি, সমর্থকরা হচ্ছে দলের দ্বাদশ খেলোয়াড়। যেখানেই যাই না কেনো ক্রিকেটপ্রেমীরা আমাদের অনুপ্রেরণা দিয়ে থাকে। একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, অস্ট্রেলিয়ায় অনেক বাংলাদেশি রয়েছে। এর আগেও দেখি নিউজিল্যান্ডসহ অনেক জায়গা থেকে আমাদের সমর্থন দিতে সমর্থকরা চলে এসেছেন এখানে।’

ক্রিকেটের প্রতি বাংলাদেশিদের ভালোবাসার প্রসঙ্গ টেনে শেষ দুটি বিশ্বকাপের উদাহরণ দিয়েছেন সাকিব।

‘আমি মনে করি ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকরাই সবচেয়ে রঙিন ছিল। দিনের পর দিন জাতীয় দলের প্রতি তাদের ভালোবাসা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে।’

ওয়াই/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিষেধাজ্ঞা কাটাতে মরিয়া সাকিব
দেশে ক্রীড়াঙ্গনের যত আলোচিত ঘটনা
সাকিব ও তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
দুপুরে বোর্ড সভায় বসছে বিসিবি, আসতে পারে যেসব সিদ্ধান্ত