• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

প্রথম শ্রেণির ক্রিকেটে রাজ্জাকের ৬০০ উইকেট

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ নভেম্বর ২০১৯, ১৭:২৯
প্রথম শ্রেণির ক্রিকেটে রাজ্জাকের ৬০০ উইকেট
ফাইল ছবি

বাংলাদেশের হয়ে প্রথম কোনও বোলার ছুঁয়েছেন ৬০০ উইকেটের মাইলফলক। প্রথম শ্রেণির ক্রিকেটে আব্দুর রাজ্জাকের এই রেকর্ডের ধারে কাহেও নেই কেউ। গত বছরের জানুয়ারিতে ৫০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার পর এবারের জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এসে পূর্ণ করে ফেললেন ছয়’শ উইকেট!

আজকের ম্যাচের আগে ১৩১টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৯৪ উইকেট ছিল এই বাঁহাতি স্পিনারের। আজ মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে খেলতে নেমেছেন এবারের এনসিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচ।

খুলনার হয়ে রংপুর বিভাগের বিপক্ষে খেলতে নেমে একের পর এক উইকেট তুলে নিয়ে বিপদে ফেলে দেন নাসির হোসেনদের।

শুরুরটা মেহেদী মারুফকে দিয়ে। রংপুরের এই ওপেনার রাজ্জাকের ঘুর্ণির ফাঁদে পড়ে ক্যাচ দেন উইকেট রক্ষক কাজী নুরুল হাসান সোহানের হাতে।

এরপর ইনিংসের ৪৭ ওভার ৩ বলের মাথায় নাসির হোসেনকে ফেরান ৪০ রানে বোল্ড করে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: একদিনে তৈরি হয়নি সাকিব: মাহমুদউল্লাহ
---------------------------------------------------------------

বাকি ছয় ব্যাটসম্যানের পাঁচজনকেই ফেরান রাজ্জাক। আরিফুল হকের স্ট্যাম্পিং বাদে ধীমান ঘোষ, সাজেদুল ইসলামকে ফেলেন এলবিডব্লুর ফাঁদে।

৫৯৯ থেকে ছয়’শ’র অপেক্ষাও করতে হয়নি বেশিক্ষণ। রবিউল হককে বোল্ড করে পূর্ণ করেন ৬০০ উইকেট। এরপর রিশাদ হোসেনকেও ফেরান বোল্ড করে।

প্রথম দিনে রংপুরের ইনিংস শেষ হয় মাত্র ২২৪ রান তুলতেই। ২৪ ওভার ১ বলে ৭ ওভার মেডেন আর ৬৯ রান দিয়ে আব্দুর রাজ্জাক নেন ৭ উইকেট। এছাড়া ২টি উইকেট নেন মেহেদী হাসান ও ১ উইকেট নেন আব্দুল হালিম।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৯ ওভার ব্যাটিং করে ২ উইকেটে ২৪ রান করে দিন শেষ করেছেন খুলনা বিভাগ।

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়