প্রথম শ্রেণির ক্রিকেটে রাজ্জাকের ৬০০ উইকেট

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ০২ নভেম্বর ২০১৯ , ০৫:২৯ পিএম


প্রথম শ্রেণির ক্রিকেটে রাজ্জাকের ৬০০ উইকেট
ফাইল ছবি

বাংলাদেশের হয়ে প্রথম কোনও বোলার ছুঁয়েছেন ৬০০ উইকেটের মাইলফলক। প্রথম শ্রেণির ক্রিকেটে আব্দুর রাজ্জাকের এই রেকর্ডের ধারে কাহেও নেই কেউ। গত বছরের জানুয়ারিতে ৫০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার পর এবারের জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এসে পূর্ণ করে ফেললেন ছয়’শ উইকেট!

বিজ্ঞাপন

আজকের ম্যাচের আগে ১৩১টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৯৪ উইকেট ছিল এই বাঁহাতি স্পিনারের। আজ মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে খেলতে নেমেছেন এবারের এনসিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচ।

খুলনার হয়ে রংপুর বিভাগের বিপক্ষে খেলতে নেমে একের পর এক উইকেট তুলে নিয়ে বিপদে ফেলে দেন নাসির হোসেনদের।

বিজ্ঞাপন

শুরুরটা মেহেদী মারুফকে দিয়ে। রংপুরের এই ওপেনার রাজ্জাকের ঘুর্ণির ফাঁদে পড়ে ক্যাচ দেন উইকেট রক্ষক কাজী নুরুল হাসান সোহানের হাতে।

এরপর ইনিংসের ৪৭ ওভার ৩ বলের মাথায় নাসির হোসেনকে ফেরান ৪০ রানে বোল্ড করে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: একদিনে তৈরি হয়নি সাকিব: মাহমুদউল্লাহ
---------------------------------------------------------------

বিজ্ঞাপন

বাকি ছয় ব্যাটসম্যানের পাঁচজনকেই ফেরান রাজ্জাক। আরিফুল হকের স্ট্যাম্পিং বাদে ধীমান ঘোষ,  সাজেদুল ইসলামকে ফেলেন এলবিডব্লুর ফাঁদে।

৫৯৯ থেকে ছয়’শ’র অপেক্ষাও করতে হয়নি বেশিক্ষণ। রবিউল হককে বোল্ড করে পূর্ণ করেন ৬০০ উইকেট। এরপর রিশাদ হোসেনকেও ফেরান বোল্ড করে।

প্রথম দিনে রংপুরের ইনিংস শেষ হয় মাত্র ২২৪ রান তুলতেই। ২৪ ওভার ১ বলে ৭ ওভার মেডেন আর ৬৯ রান দিয়ে আব্দুর রাজ্জাক নেন ৭ উইকেট। এছাড়া ২টি উইকেট নেন মেহেদী হাসান ও ১ উইকেট নেন আব্দুল হালিম।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৯ ওভার ব্যাটিং করে ২ উইকেটে ২৪ রান করে দিন শেষ করেছেন খুলনা বিভাগ।

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission