ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

অনেক বড় অর্জন বাংলাদেশের প্রত্যেক মানুষের জন্য: মাশরাফি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০ , ১০:২২ এএম


loading/img

ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এমন খুশির মুহূর্তে বাংলাদেশকে দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বিজ্ঞাপন

বাংলাদেশ জয় নিশ্চিত হবার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে জুনিয়র টাইগারদের অভিনন্দন জানান তিনি।

‘অভিনন্দন বাংলাদেশ। বিশেষ করে আমার শহরের অভিষেক দাস, রকিবুল, শরিফুল, ইমনসহ দলের সব খেলোয়াড়কে।'

বিজ্ঞাপন

দলের বিপদের সময় দারুণ এক ইনিংস খেলে দলকে শিরোপা এনে দিয়েছেন অধিনায়ক আকবর আলী। মাশরাফি আলাদাভাবে ধন্যবাদ জানিয়েছেন তাকেও।

মাশরাফি তার অভিনন্দন বার্তায় লিখেছেন, আকবর অসাধারণ। কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করা যায় সেটা ওর কাছে থেকে শেখা যায়। এটা অনেক বড় অর্জন বাংলাদেশের প্রত্যেক মানুষের জন্য। এখনো অনেক দূর যাওয়া বাকি। তোমাদের ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা। উপভোগ করো মুহূর্তটা। অশেষ ধন্যবাদ অধিনায়ক আকবরকে।

শুধু ট্রফি জয়ের পর না, ম্যাচের আগেও মাশরাফি সাহস যুগিয়েছেন আকবর, ইমনদের। জয়-পরাজয় ছাপিয়ে খেলাটা উপভোগ করার পরামর্শ দিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

‘প্রত্যাশা থাকে থাকবেই, ১৯ বছরে এগুলো ভাবার সময় কোথায়। চাপ নয় ফাইনালটা উপভোগ করুক ছোট ভাইয়েরা। একজন গর্বিত বাংলাদেশি।'

এমআর/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |