ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

করোনা: নু ক্যাম্পে দর্শক ছাড়াই লড়বেন মেসিরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১০ মার্চ ২০২০ , ০৫:৪৬ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নেপোলির বিপক্ষে আগামী ১৮ মার্চ নামবে বার্সেলোনা। ঘরের মাঠে ইতালিয়ান দলটির বিপক্ষে দর্শক ছাড়াই খেলবে কিকে সিতিয়েনের শিষ্যরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার বার্সার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, করোনাভাইরাস সংক্রামণ রোধে ন্যু ক্যাম্পে দর্শক বিহীন ম্যাচ গড়াবে। 

গোল ডট কম জানাচ্ছে, স্পেনের ক্রীড়া ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কাতালান জনস্বাস্থ্য সংস্থার সঙ্গে সভার পর এমন সিদ্ধান্ত নেয়া হয় ক্লাবের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

গেল মাসে শেষ ষোলর লড়াইয়ে  নেপোলির মাঠ স্টাডিও সান পাওলোতে ১-১ গোলে ড্র করে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি।

আগের ম্যাচে অ্যাওয়ে গোল পাওয়ায় নিজেদের মাঠে দর্শক ছাড়াও নির্ভার ফুটবল খেলতে পারবে বার্সা।

এদিকে লা লিগার ম্যাচগুলোও দর্শক ছাড়া খেলানোর পরিকল্পনা নেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের সংক্রামণ ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ ১৩ হাজারের বেশি মানুষ। মারা গেছে প্রায় ৪ হাজার মানুষ। 

ইউরোপে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। মারাগেছে ৪৬৩ জন। 

দর্শক ছাড়া দেশটির ফুটবলের সর্বোচ্চ লিগ সিরি আ’র কয়েকটি ম্যাচ আয়োজন করলেও শেষ পর্যন্ত সব ধরনের খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে সোমবার সন্ধ্যা পর্যন্ত স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১২শ ছাড়িয়েছে। ১৪৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। 

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |