ইউরো চ্যাম্পিয়নশিপ এক বছর পেছানোর দাবি তুলেছিল ইতালি। করোনাভাইরাসের কারণে স্থগিত করা সিরি আ’র বাকি খেলাগুলো সমাপ্ত করতে এই সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা জানায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন। সংস্থাটির সভাপতি গ্যাব্রিয়েলে গ্রাভিনা মঙ্গলবার এক জরুরি সভায় উয়েফার কাছে এই বিষয়টি উত্থাপন করার পরই এক বছর পেছানোর সিদ্ধান্ত এসেছে।
ইউরোপের বিভিন্ন ভেন্যুতে জুনের ১২ তারিখ থেকে জুলাইয়ের ১২ তারিখ পর্যন্ত বসার কথা ছিল ইউরোর ১৬তম আসরের খেলাগুলো। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি সভায় বসে ইউরোর ৫৫ সদস্য সংস্থার প্রতিনিধিরা শেষ পর্যন্ত এক বছরের জন্য এটি পেছানোর সিদ্ধান্তে আসে।
২০২১ সালের ১১ জুন থেকে ১১ জুলাই আয়োজন করা হবে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ এই আসরটি।
নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের বরাতে স্কাই স্পোর্টস জানাচ্ছে, ইউরোপের দেশগুলোর ঘরোয়া ফুটবলের চলতি মৌসুমের আয়োজন সফলভাবে শেষ করতেই মূলত এবারের ইউরোর আয়োজন পেছানো হয়েছে।
করোনা ভাইরাসের কারণে স্থগিত রাখা হয়েছে বিশ্বের প্রায় সব দেশের ঘরোয়া ফুটবলের আয়োজন। তার আগে ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বের খেলা স্থগিতের ঘোষণা দেয় ফিফা।
ওয়াই