জার্মানি থেকে ফিরেছেন মঙ্গলবার তাই ফ্লাইটে থাকা ১৭০ জন যাত্রীদের মতো কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে ভারতের ওপেনার শিখর ধাওয়ানকে। রাজধানী দিল্লির বাইরে সরকার নির্ধারিত স্থানেই আছেন বাম-হাতি এই ব্যাটসম্যান। নিজ ফেসবুকে করোনা ইস্যুতে সরকারের নেয়ারে পদক্ষেপের প্রশংসা করেছেন তিনি। জানিয়েছেন জার্মানির তুলনায় ভারতের সরকারের পদক্ষেপ অনেক ভালো।
কোয়ারেন্টিনে থাকা স্থানটির একটি ভিডিও প্রকাশ করেছেন শিখর ধাওয়ান। রুমের ভেতর ও বাইরের এলাকাও দেখিয়েছেন তিনি।
ফেসবুকে তিনি বলেন, ‘আজকেই জার্মানি থেকে এসেছি। দিল্লি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পুরো বিল্ডিং স্যানিটাইজার স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করা হচ্ছে।
শিখার ধাওয়ান বলেন, ‘সরকারের সব কর্মকর্তারা এখানে নিজেদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করছেন। পুলিশ কাজ করছে আমাদের নিরাপত্তা দিতে।’
করোনাভাইরাস ইসুতে অবস্থায় সরকারের দেয়া সুযোগ সুবিধাগুলো তুলে ধরেন তিনি।
‘সরকার ২৪ ঘণ্টা আমাদের তদারকি করছে। সবাইকে আলাদা রুম দেয়া হয়েছে। পানি, টাওয়েল, পানি গরম করার পাত্র, নতুন স্যান্ডেল, মশা তাড়ানোর ওষুধ দেয়া হয়েছে। সবচেয়ে বড় বিষয় অনেক সুস্বাদু খাবার দেয়া হয়েছে। প্রয়োজনীয় সব কিছুই রয়েছে এখানে। সবই সরকার ব্যবস্থা করেছে। আমি ধন্যবাদ জানাতে চাই মোদিজিকে (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) ও স্বাস্থ্যমন্ত্রীকে (ডা. হর্ষবর্ধন)।’
ডাক্তার, পুলিশসহ প্রশাসনের সবাইকে ধন্যবাদ দিয়েছেন এই তারকা।
‘দেশে ফেরার পর আমি অনেক ভয় পাচ্ছিলাম। কিন্তু এখানে এসে আমি বেশ সন্তুষ্ট। আসলে এত সুন্দর ব্যবস্থা আমি জার্মানিতেও পাইনি। ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে।’
ওয়াই