• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন রোনালদোর মা

অনলাইন ডেস্ক
  ২৯ মার্চ ২০২০, ১০:২০
ronaldo
মা ও বোনদের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো

চলতি মাসের শুরুতে হাসপাতালে ভর্তি হতে হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর মা ‍ডলোরেস আভিয়েরো। এখন সুস্থ তাই ফিরেছেন বাসায়। ভক্তদের জন্য মায়ের সঙ্গে ছবি শেয়ার করতে ভুলেননি পর্তুগিজ মহাতারকা।

অসুস্থ মাকে দেখতেই ইতালি থেকে জন্মভূমিতে উড়ে এসেছিলেন রোনালদো। ঠিক ওই সময় করোনার থাবা পড়ে জুভেন্টাস শিবিরে। এরপর ক্লাব কর্তৃপক্ষ সবাইকেই স্বেচ্ছায় কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়।

সিআর সেভেন আর ফিরে যাননি। পরিবার নিয়ে মাদেইরায় নিজ প্রাসাদে অবস্থান করছেন। সেখান থেকেই ভাইরাসজনিত সংক্রামক ব্যধির বিরুদ্ধে লড়াই করতে ভক্তদের সচেতন করতে দেখা গেছে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। ঘরে বসেই সন্তানদের শেখাচ্ছেন কিভাবে হাত ধুতে হবে। এমন একটি ভিডিও ভেসে বেড়াচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শনিবার পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ীকে দেখা গেছে সুস্থ হয়ে ফেরা মা ও দুই বোনের সঙ্গে একটি ছবি পোস্ট করতে।

মাকে সুস্থ হতে দেখে বেশ উচ্ছ্বসিত তিনি জানিয়েছেন রোনালদো নিজেই। দুই বড় বোন এলমা ও কাটিয়া আভিয়েরো ছিলেন ওই ছবিতে।

ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ছবিতে রোনালদো বলেন, ‘হাসপাতাল থেকে বাসায় ফিরেছে মা। আমি অনেক কৃতজ্ঞ।’

চলমান করোনা ইস্যুতে সবাইকে আবারও সর্তক বার্তা দিয়েছেন তিনি।

রোনালদো বলেন, ‘নিজের পরিবার ও প্রিয়জনের খেয়াল রাখুন। ঘরে থাকুন জীবন বাঁচান।’

গেল ৩ মার্চ মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিতে হয় রোনালদোর মা ‍ডলোরেস আভিয়েরোকে।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোল করেও আল নাসরকে জেতাতে পারলেন না রোনালদো
বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো
আবারও রোনালদোর জোড়া গোল, সহজ জয় আল নাসরের
ব্রাজিল ফুটবলের সভাপতি হতে চান রোনালদো