ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

রমজানের ‍শুভেচ্ছা জানালেন ফুটবল তারকারা

স্পোর্ট ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ২৫ এপ্রিল ২০২০ , ০৬:১২ পিএম


loading/img
মোহাম্মদ সালাহ, পল পগবা ও মেসুত ওজিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন পল পগবা, মেসুত ওজিল, মোহাম্মদ সালাহর মতো মুসলিম ফুটবল তারকারা। 

বিজ্ঞাপন

করোনাভাইরাসের কারণে বল গড়াচ্ছে না মাঠে। সবাই রয়েছেন লকডাউনে। এমন অবস্থায় বন্ধুদের সঙ্গে পবিত্র হজব্রত পালনের একটি ছবি পোস্ট করেছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী পল পগবা।

ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার ইনস্টাগ্রামে বলেন, ‘মুসলিম বিশ্বের সবাইকে রামাদানের শুভেচ্ছা।’ 

বিজ্ঞাপন

২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মান দলের সদস্য মেসুত ওজিল নিজের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘মুসলমান ভাই-বোনকে জানাই রমজান মোবারক।’

ওজিলের বর্তমান দল আর্সেনালের দুই মুসলিম সতীর্থও রমজানের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। জার্মান ডিফেন্ডার শোকদ্রান মুস্তাফি ও বসনিয়া হার্জেগোভিনার তারকা সিয়েড কোলাসিনেক এই বার্তা দেন।

এদিকে লিভারপুলের তারকা ও মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহকে রমজানে নিজের ঘর সাজাতে দেখা গেছে।
অলরেডদের সেনেগাল ফরোয়ার্ড সাদিও মান সামাজিকযোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমার সব ভাই-বোনকে জানাই রমজান মোবারক।’

বিজ্ঞাপন

ম্যানচেস্টার সিটি ও আলজেরিয়ার তারকা রিয়াদ মাহারেজ বলেন, আমার সব ভাই-বোনদের জানাই রামাদান মোবারক। আল্লাহ আমাদের রোজা রাখার তৌফিক দিন, আসুন আমরা এই সময়ে সব মানুষের জন্য কষ্টের জন্য চিন্তা করি এবং প্রার্থনা করি।

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |