• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

মাশরাফিকে অবসরের অনুরোধ গিবসনের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ মে ২০২০, ২১:১৩
Gibson requests Mashrafe to retire
ছবি- সংগৃহীত

অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন, তবে মাশরাফি বিন মোর্ত্তজা আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে চান আরও কিছুদিন। যেহেতু তিনি এখন অধিনায়ক নন তাই নির্বাচকরা তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন স্বাধীন ভাবে।

২০১৯ বিশ্বকাপে আশানুরূপ পারফর্ম করতে না পারায় মাশরাফির অবসর নিয়ে কথা হচ্ছিল বেশ। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার পর সেই আলোচনায় কিছুটা মরচে ধরছে। তবে নতুন করে মাশরাফির অবসর প্রসঙ্গ শিরোনাম হবার কারণ টাইগারদের বোলিং কোচ ওটিস গিবসনের বক্তব্য।

‘আমার মনে হয় তিনি (মাশরাফি) একটি অসাধারণ ক্যারিয়ার অতিবাহিত করেছেন। তবে যেকোনো কোচই এখন ২০২৩ বিশ্বকাপকে লক্ষ্য করে সামনে এগুতে চাইবেন। সেক্ষেত্রে রাসেল ডোমিংগো নিশ্চিতভাবেই দলে হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেনের মতো তরুণদের দেখতে চাইবেন। আমি জানি না এমন সময়ে দলে মাশরাফীর কাজ কি।’

লাল সবুজের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেটে ২১৮ ম্যাচে ২৬৯ উইকেট মাশরাফির। তবে সময় বদলে দিয়েছে সব পরিসংখ্যান, এবারই প্রথম মাশরাফির অবসর নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সরাসরি যুক্ত থাকা কেউ।

এছাড়া গিবনের কথায় ঝরেছে হাসান মাহমুদের প্রশংসা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে লাইম-লাইটে আসা পেসার হাসান আছেন তাদের পরিকল্পনার বড় অংশ জুড়ে।

‘তরুণ হাসান মাহমুদ আমাকে অবাক করেছে। আমার অনেক বিশ্বাস তার উপর। সে বাংলাদেশের সেরা পেসার হবার যোগ্যতা রাখে। শেখার ব্যাপারেও তার আগ্রহ দারুণ।’

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩ অতিরিক্ত আইজি
অবসর যাপনে গিয়ে বিপত্তি, হাসপাতালে অভিনেত্রী
ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল
আলোচিত ফুটবলারদের অবসর