• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

জিম্বাবুয়ে সফরও বাতিল করল ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ জুন ২০২০, ১৬:৩০
India also canceled the tour of Zimbabwe
ছবি- সংগৃহীত

প্রায় তিন মাস ধরে অনুশীলন নেই কোহলিদের। তার উপর দেশটির অবস্থা ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাসের কারণে। এমন সময়ে খেলাধুলায় মননিবেশ ঘটানোটা খুব সহজও না।

অনুশীলন যেখানে শুরু হয়নি সেখানে সফর করার কথা তো অনেক দূর। তবু জুলাইতে লঙ্কা সফরের ব্যপারে সবুজ সংকেত দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে শেষ পর্যন্ত এই সফরে যাচ্ছে না বলে জানিয়েছে ভারত।

এরপর আসে ভারতের জিম্বাবুয়ে সফর। আগামী আগস্টে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল দুই দলের। তবে এই সফরকেও না করে দিয়েছে বিসিসিআই।

এর কারণ হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জিম্বাবুয়ে সফর যাবে না।

এই দুটি সফর বাতিল করলেও ভারতীয় ক্রিকেট বোর্ড জোর চেষ্টা চালাচ্ছে সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল-এর ১৩তম আসর মাঠে নামানোর।

গতকাল বৃহস্পতিবার বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী আইপিএল নিয়ে রাজ্য ক্রিকেট বোর্ডগুলোকেও চিঠি পাঠিয়েছে, প্রয়োজনে দর্শক শূন্য মাঠে অনুষ্ঠিত হবে আইপিএল।

তবে সেটি অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া না হওয়ার উপর নির্ভর করছে। এই সিদ্ধান্ত আসতে অপেক্ষা করতে হবে জুলাইয়ের ১০ তারিখ পর্যন্ত।

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল