ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জবি শিক্ষক বরখাস্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ , ০৭:৫৮ পিএম


loading/img

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান আবদুল হালিম প্রামাণিক ওরফে সম্রাটকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপরই ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে প্রশাসন। শিক্ষামন্ত্রীর নির্দেশে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত শেষে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

গেলো বৃহস্পতিবার লিখিত অভিযোগপত্রে ওই ছাত্রী বলেছেন, বুধবার বিকাল সাড়ে ৫টায় মোবাইলে ফোন করে ক্লাসের জন্য তাকে বিভাগে আসতে বলেন ওই শিক্ষক। সন্ধ্যার দিকে তিনি বিভাগে এলে চেয়ারম্যান তাকে একাডেমিক বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে ক্লাসরুমে বসতে বলেন। 

বিজ্ঞাপন

'ক্লাসরুমে সম্রাট কু-প্রস্তাব দেন এবং লাঞ্ছিত করার চেষ্টা করেন এবং ঘটনার কথা কেউ জানবে না বলে প্রতিশ্রুতি দিতে থাকেন।' এ সময় ওই শিক্ষককে ‘ধাক্কা দিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে আসেন’ বলে উল্লেখ করেন তিনি।

এসজে/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |