• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

নিয়মিত চেক-আপ করাতেই হাসপাতালে মাশরাফি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জুন ২০২০, ১৮:১৩
Mashrafe bin Murtaza
মাশরাফি বিন মোর্ত্তজা

গত শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি বিন মোর্ত্তজা। এরপর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে সামান্য জ্বর ছাড়া অন্য কোনো উপসর্গ নেই তার শরীরে। তবে বিকেলে নিয়মিত চেক-আপের জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছেন তিনি।

'কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। '

আজ সোমবার সকালে বেশ কিছু গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেয়া হচ্ছে মাশরাফিকে। এছাড়া আরেকটি সংবাদ মাধ্যমে ছাপা হয়, হাসপাতালে সিট পাননি মাশরাফি।

তবে এমন খবরকে ভিত্তিহীন বলেছেন মাশরাফি বিন মোর্ত্তজা। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফী লেখেন, হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোনো কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের সংবাদে আপনারা বিচলিত হবেন না। সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।

নিজের বর্তমান অবস্থা সম্পর্কে মাশরাফি জানান, আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি।

আরও পড়ুন: হাসপাতালে রুম না পাবার তথ্য ভিত্তিহীন: মাশরাফি

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সম্মিলিত সামরিক হাসপাতালে বিশাল নিয়োগ
ব্যর্থতা স্বীকার করলেন মাশরাফী, জানালেন কোথায় আছেন
মাশরাফীর বাড়িতে আগুন, পুড়ছে সাকিবের পার্টি অফিস
সংসদীয় স্থায়ী কমিটিতে সাকিব-মাশরাফি