ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সিএমএইচ থেকে বাসায় ফিরেছেন মাশরাফি

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২২ জুন ২০২০ , ০৯:৩৬ পিএম


loading/img
মাশরাফি বিন মোর্ত্তজা

গত শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি বিন মোর্ত্তজা। এরপর থেকে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। গত তিন দিনে বেশ উন্নতি হয়েছে তার শারীরিক অবস্থার।

বিজ্ঞাপন

তবে আজ সোমবার বিকেল ৫টার দিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যেতে হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। সেখানে এক্সরে করে মিরপুরের বাসায় ফিরেছেন তিনি। এক্সরের রিপোর্ট রাতে পাওয়া যাবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত হলে ফলো-আপ চেকআপের জন্য বুকের একটি এক্সরের নির্দেশনা দেন চিকিৎসকরা। এই এক্সরে করাতেই হাসাপাতালে গিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

মাশরাফি বিন মোর্ত্তজা আজ দুপুরে নিশ্চিত করেন তিনি ভালো আছেন। এনিয়ে ফেসবুকে লেখেন, আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।'

বর্তমানে মাশরাফির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এই মুহূর্তে জ্বর, মাথা ব্যথা নেই। অ্যাজমার পুরনো সমস্যা থাকলেও সেটা বাড়েনি, বুকে ব্যথা নেই তার।

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |