• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

এসএ গেমসে প্রথম স্বর্ণ এনে দিল দিপু চাকমা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ ডিসেম্বর ২০১৯, ১৩:০০
এসএ গেমসে প্রথম স্বর্ণ এনে দিল দিপু চাকমা
দিপু চাকমা

দক্ষিণ এশিয়া অঞ্চলের 'অলিম্পিক' খ্যাত সাউথ এশিয়ান গেমসের (এসএ) এবারের আসরে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ জিতলেন দিপু চাকমা। এর আগে আজ সকালে মেয়েদের একক কারাতে থেকে ব্রোঞ্জ জেতার মাধ্যমে দেশকে প্রথম পদক এনে দিয়েছেন হোমায়রা আক্তার অন্তরা।

একই ইভেন্টের পুরুষ এককে চারজনের মধ্যে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন হাসান খান সান। এরপর তায়কোয়ান্দোতে দীপু চাকমার অসাধারণ নৈপুণ্যে আসরের প্রথম স্বর্ণের দেখা পেয়েছে বাংলাদেশ। পুমসে ইভেন্টে সেরা হয়ে স্বর্ণ জয়ের কীর্তি গড়েন দীপু।

এবারের আসরে ২৬টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ।

এমআর/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অ্যাথলেটিকস এর পাঠক প্রিয়