খুলনাকে হারানোর ছক এঁকেছেন শাহাজাদ
পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে মোহাম্মদ শাহাজাদের দল। দেশের ক্রিকেটে নিষিদ্ধ হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চষে বেড়াচ্ছেন এই আফগান উইকেট রক্ষক-ব্যাটসম্যান। বঙ্গবন্ধু বিপিএলে খেলছেন রংপুর রেঞ্জার্সের হয়ে।
তার দল চার ম্যাচে হেরে অপেক্ষায় আছে শেষ চারে ওঠার আগে ছিটকে পড়ার। তবু ঘুরে দাঁড়াতে চায়। যে জন্য উড়িয়ে আনা হচ্ছে অজি অল-রাউন্ডার শেন ওয়াটসনকে।
মোহাম্মদ শাহাজাদ বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের বড় নাম শেন ওয়াটসন। সে যখন দলের সঙ্গে যুক্ত হবে, তখন আমাদের শক্তিটা আরও বেড়ে যাবে। তার সংযুক্তি দলকে সাহস জোগাবে, একজন লিডার হিসেবেও সে অতুলনীয়’।
কিন্তু যারা নিয়মিত খেলছেন তাদের একজন শাহাজাদ। তার উইকেট রক্ষকের পাশাপাশি ব্যাট হাতেও ঝড় দেখতে চায় দল আর সমর্থকেরা। অথচ সেটাই তিনি পারছেন না ঠিকঠাক।
আজ দলীয় অনুশীলন শেষে নিজের ব্যাটিং নিয়ে অসন্তুষ্টির কথা জানান শাহাজাদ। চার ম্যাচের একটিতে করেছেন ৬১ রান।
বাকি তিন ম্যাচের দুটিতে পার হতে পারেননি দশ রানের কোটা।
‘আমার ব্যাটিং নিয়ে এতটা সন্তুষ্ট না তবে, আরও কয়েকটা ম্যাচ বাকি আছে। আশা করছি ঠিক হয়ে যাবে।’
ঢাকায় তৃতীয় পর্বের প্রথম দিনে অর্থাৎ, আগামী ২৭ ডিসেম্বর খুলনার বিপক্ষে ম্যাচ রয়েছে রংপুর রেঞ্জার্সের। এই ম্যাচ নিয়েও চক কষে ফেলেছেন শাহাজাদ। তার লক্ষ্য, প্রথম ছয় ওভারেই তুলতে হবে দ্রুত রান।
‘আমাদের প্ল্যান খুবই সাধারণ। আমাদের লক্ষ্য থাকবে প্রথম ছয় ওভার। এই ছয় ওভারে দ্রুত রান তুলতে চাই’।
এমআর/এসএস
মন্তব্য করুন