ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাকা এসে থামল রান উৎসব

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯ , ০৩:৪৫ পিএম


loading/img

বঙ্গবন্ধু বিপিএল যে ঢাকা ফিরেছে সেটার জানান দিলো ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ। চট্টগ্রামের উইকেটে রীতিমত রান উৎসব করেছিল দলগুলো। সেটা পয়েন্ট তালিকার এক নম্বর দল কিংবা শেষ দল।

বিজ্ঞাপন

কিন্তু ঢাকায় ফেরাতেই চুপসে গেল রান উৎসব। আজ শুক্রবার থেকে শুরু হয়েছে তৃতীয় পর্বের খেলা।

দুপুরে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ঢাকাকে। ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয় মিলে যোগ করেন ৫ ওভার চার বলে ৩২ রান।

বিজ্ঞাপন

বিজয় ১৩ বলে ১৪ রান করে সাজঘরে ফেরার পর ব্যাট করতে আসেন গত দুই ম্যাচে অর্ধশতক হাঁকানো মেহেদী হাসান। কিন্তু আজ আর পারেননি। লিয়াম প্লাঙ্কেটের বলে শূন্য রানেই ক্যাচ দেন উইকেট-রক্ষকের হাতে।

তামিম ২৭ বলে ২১ রান করে স্ট্যাম্পিং হোন নাসুম আহমেদের বলে। এরপর আসা-যাওয়ার মিছিলে মাতে ঢাকার ব্যাটাররা।

মাঝে মুমিনুল হকের ৩৪ বলে ৩২ রান। শেষদিকে ওহাব রিয়াজের ২৩ ও মাশরাফি মুর্তজার অপরাজিত ১৭ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান সংগ্রহ করে ঢাকা প্লাটুন।

বিজ্ঞাপন

চট্টগ্রামের হয়ে ২টি করে উইকেট নে রায়ান বার্ল ও মুক্তার আলী। এছাড়া ১টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও লিয়াম প্লাঙ্কেট।

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |