• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঢাকা এসে থামল রান উৎসব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৫
ঢাকা এসে থামল রান উৎসব

বঙ্গবন্ধু বিপিএল যে ঢাকা ফিরেছে সেটার জানান দিলো ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ। চট্টগ্রামের উইকেটে রীতিমত রান উৎসব করেছিল দলগুলো। সেটা পয়েন্ট তালিকার এক নম্বর দল কিংবা শেষ দল।

কিন্তু ঢাকায় ফেরাতেই চুপসে গেল রান উৎসব। আজ শুক্রবার থেকে শুরু হয়েছে তৃতীয় পর্বের খেলা।

দুপুরে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ঢাকাকে। ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয় মিলে যোগ করেন ৫ ওভার চার বলে ৩২ রান।

বিজয় ১৩ বলে ১৪ রান করে সাজঘরে ফেরার পর ব্যাট করতে আসেন গত দুই ম্যাচে অর্ধশতক হাঁকানো মেহেদী হাসান। কিন্তু আজ আর পারেননি। লিয়াম প্লাঙ্কেটের বলে শূন্য রানেই ক্যাচ দেন উইকেট-রক্ষকের হাতে।

তামিম ২৭ বলে ২১ রান করে স্ট্যাম্পিং হোন নাসুম আহমেদের বলে। এরপর আসা-যাওয়ার মিছিলে মাতে ঢাকার ব্যাটাররা।

মাঝে মুমিনুল হকের ৩৪ বলে ৩২ রান। শেষদিকে ওহাব রিয়াজের ২৩ ও মাশরাফি মুর্তজার অপরাজিত ১৭ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান সংগ্রহ করে ঢাকা প্লাটুন।

চট্টগ্রামের হয়ে ২টি করে উইকেট নে রায়ান বার্ল ও মুক্তার আলী। এছাড়া ১টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও লিয়াম প্লাঙ্কেট।

এমআর/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বঙ্গবন্ধু বিপিএল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্লে-অফের আশা জিইয়ে রাখলো সিলেট