ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

শ্রীলঙ্কা দলের ঝামেলা নিয়ে আমরা ভাবছি না: তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯ , ০২:২৯ পিএম


loading/img
তামিম ইকবাল || ছবি- বিসিবি

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। কলম্বোয় বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি। আগের দিন বৃহস্পতিবার আর. প্রেমাদাসা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমু্খি হয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।  

বিজ্ঞাপন

চন্ডিকা হাথুরু সিংহের এটাই শেষ সিরিজ অন্যদিকে লাসিথ মালিঙ্গারও সিরিজের প্রথম ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারকে বিদায় জানাবেন। এগুলো থেকে কি বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ?

এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, আমার কাছে মনে হয় কোচ থাকা বা না থাকার বিষয়টি মাঠের বাইরে পর্যন্তই থাকে। এটা যদি আমাদের সঙ্গেও হতো তাহলে আমি উত্তর দিতাম, যখন তারা মাঠে নামবে তখন মাথায় এই বিষয়টি থাকবে না। মালিঙ্গার কথাই বলি তিনি মাঠে নামলে সে বিষয়টি কাজে লাগবে না। তারা চেষ্টা করবে যেমনি হোক আমাদের হারাতে। আমাদের ক্ষেত্রের বিষয়টা একই রকম। আর যদি এগুলো নিয়ে কোনও প্রভাব পড়ে তাহলে তো আমাদের জনই ইতিবাচক হবে। আমরা আসলে এসব নিয়ে ভাবছি না। আমরা জানি এখানে কেনো এসেছি। আর ওসব বিষয় নিয়েই ভাবছি। তাদের দলে কে অবসর নিচ্ছে অথবা কোচ নিয়ে কি সমস্যা হচ্ছে সেটা আমাদের ভাবার বিষয় না।

বিজ্ঞাপন

চোটের কারণে ছিটকে গেছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। তার বদলে দলের হাল ধরেছেন তামিম ইকবাল। অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে বিদেশের মাটিতে এই ওপেনারের। যদিও এই বিষয়টি নিয়ে মোটেও বাড়তি উদ্দিপনা নেই তামিমের।

তিনি বলেন, সত্যি কথা বলতে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে এভাবে চিন্তা করছি না। আপনারা (সাংবাদিকরা) বলছেন শুনে ভালো লাগছে।  অধিনায়ক হিসেবে যদি জিততে পারি অথবা দল ভালো করে তাহলেই ভালো লাগবে। আপনার দলের বাকি দশ জন কেমন পারফরম্যান্স করবে সেটার ওপরই নির্ভর করবে আপনি অধিনায়ক হিসেবে কেমন। কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আমি ভাবছি না। কিভাবে দলের জন্য অবদান রাখা যায় সেটাই এখন মূল বিষয়।

আরও পড়ুন 

বিজ্ঞাপন

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |