ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

জয়ের জন্য গুজরাটের দরকার মাত্র ১৫৩ রান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৬ এপ্রিল ২০২৫ , ১০:৪২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

পঞ্চম ম্যাচ খেলতে নেমে ১৫২ রানে থেমে গেছে সানরাইজার্স হায়দরাবাদ। তাই ১৫৩ রান করতে পারলেই জিতে যাবে গুজরাট টাইটান্স।

বিজ্ঞাপন

রোববার (৬ এপ্রিল) হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৫২ রান করে সানরাইজার্স হায়দরাবাদ।

অথচ তাদের ব্যাটিং লাইনআপে রয়েছে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন, নিতিশ কুমার রেড্ডিদের মত মারকুটে ব্যাটার। একইসঙ্গে রয়েছে প্যাট কামিন্সের দারুণ নেতৃত্ব। কিন্তু আইপিএলের শুরুতে একটি ম্যাচ জিতলেও বিপরীতে হেরেছে ৩টিতে। ১০ দলের পয়েন্ট টেবিলেও অবস্থান করছে একেবারে তলানীতে। 

বিজ্ঞাপন

গুজরাট টাইটান্সের বিপক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন নিতিশ কুমার রেড্ডি। ২৭ রান করেন হেনরিক ক্লাসেন। ২২ রানে অপরাজিত থাকেন প্যাট কামিন্স। ১৮ রান করেন অভিষেক শর্মা। গুজরাট টাইটান্সের হয়ে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ২টি করে উইকেট নেন প্রাসি কৃষ্ণা ও সাই কিশোর।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |