• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাপন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ অক্টোবর ২০১৯, ১৪:৪৭
গণভবন প্রধানমন্ত্রী বৈঠক পাপন

ক্রিকেটের চলমান সংকট নিরসনে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশ কয়েকজন পরিচালক। প্রধানমন্ত্রীর সঙ্গে ১১ দফা দাবিতে ডাকা ক্রিকেটারদের ধর্মঘটের ব্যাপারে কথা বলবেন তারা।

আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুরে পাপনের নেতৃত্বে গণভবনে পৌঁছায় বিসিবির একটি প্রতিনিধি দল। এর আগে সংগঠনের স্বাধীনতা, পারিশ্রমিক বৃদ্ধি, ঘরোয়া ক্রিকেটের সংস্কার, চুক্তি কাঠামোর পরিবর্তনসহ সর্বমোট ১১ দফা দাবিতে ধর্মঘট ডাকেন ক্রিকেটাররা।

মিরপুরে বিসিবি কার্যালয়ে বুধবার সকালে নিজামউদ্দিন বলেন, জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে আমাদের কথা হয়েছে। বৈঠক করতে সম্মত হয়েছেন ক্রিকেট বর্জন করা খেলোয়াড়রা।

পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে আন্দোলন করছেন সাকিব-তামিমরা। দাবি-দাওয়া না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন তারা। এতে শঙ্কায় পড়েছে জাতীয় দলের ভারত সফর। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটও স্থবির হয়ে গেছে।

আরও পড়ুন

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একনেকে দুই হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকে প্রশাসন ক্যাডাররা
১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে যা বললেন নজরুল ইসলাম
বিএনপির সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক