ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

দুই হ্যাটট্রিকসহ ৭ গোল করে সেরা জসপিন

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২৫ জানুয়ারি ২০২০ , ০৬:৪১ পিএম


loading/img
শিমরিমানা জসপিন

 

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতা হয়েছেন শিমরিমানা জসপিন। টুর্নামেন্ট জুড়ে দুটি হ্যাটট্রিকসহ সাত গোল দেয়ায় গোল্ডেন বল ও গোল্ডেন বুট পুরস্কারও জিতেছেন বুরুন্দির এই ফরোয়ার্ড। 

শনিবার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ফিলিস্তিন ও বুরুন্দি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে গেল আসরের চ্যাম্পিয়ন ফিলিস্তিন।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এদিন ম্যাচ সেরা হয়েছেন মধ্যপ্রাচ্যের দেশটির অধিনায়ক সামেহ মারাবা। দুর্দান্ত একটি গোলও করেছেন এই মিডফিল্ডার।

এদিকে পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স করে সেরা গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভস পুরস্কার জিতেছেন ফিলিস্তিনের তৌফিক হামাদ। এ ছাড়া ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে ফিলিস্তিন ফুটবল দল।

বিজ্ঞাপন

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |