২ উইকেটের জয় বাংলাদেশের
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৬:০৩ | আপডেট : ০৮ জুন ২০২৪, ১০:৩৫
২ উইকেটের জয় বাংলাদেশের
১০: ০৫, জুন ৮
শ্রীলঙ্কাকে অল্পতেই আটকে রেখে কাজটা আগেই সহজ করে দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। ছোট এই লক্ষ্য তাড়া করতে নেমেও বেশ চাপে ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। তবে সব শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত ২ উইকেটের জয়ে বিশ্বকাপে শুভসূচনা করলো লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার (৮ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানের সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ২ উইকেট এবং ১ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।
বিস্তারিত : ২ উইকেটের জয়ে বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের
হতাশ করলেন তাসকিনও
০৯: ৫০, জুন ৮
রিশাদের মতিভ্রমের পর প্যাভিলিয়নে ফিরেছেন তাসকিনও। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেছেন এই পেসার।
১৩ বলে ১১ রান দরকার বাংলাদেশের।
বোল্ড রিশাদ
০৯: ৫০, জুন ৮
লড়াই চালিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। ১৫ বলে ১২ রান দরকার বাংলাদেশের। থুশারার বল বোল্ড হয়েছেন রিশাদ।
শেষের রোমাঞ্চ, আউট সাকিব
০৯: ৪৭, জুন ৮
জয় থেকে বেশ খানিকটা দূরে বাংলাদেশ। পাতিরানার শর্ট বলে আপার কাট করতে গিয়ে থিকশানার হাতে দুর্দান্ত ক্যাচ দিয়ে ফিরেছেন সাকিব। ১৪ বলে ৮ রানে থেমেছেন সাকিব।
১৮ বলে দরকার ১৪ রান।
প্যাভিলিয়নে লিটনও
০৯: ৩৭, জুন ৮
হৃদয়ের পথই অনুসরণ করলেন লিটন। এই দুই ব্যাটারকেই ফিরিয়েছেন হাসারাঙ্গা। ৯৯ রানের মাথায় পঞ্চম উইকেট হারিয়েছে লাল-সবুজেরা।
৩৮ বলে ৩৬ রান করে থামলেন লিটন। বাংলাদেশের দরকার ২৬ রান, বাকি ৩৫ বল।
তিন ছক্কার পর প্যাভিলিয়নে হৃদয়
০৯: ২৭, জুন ৮
৬, ৬, ৬…আউট
রীতিমত ম্যাজিক শো! পরপর তিন ছক্কা হাঁকালেন হৃদয়। তবে চতুর্থ বলেই এলবিডব্লু! তাতেই পরাস্থ হৃদয়। শেষ হাসি হাসারাঙ্গার।
২০ বলে ৪০ রান করে থামলেন। বাংলাদেশের দরকার ৩৪ রান, বাকি ৫০ বল।
দলীয় ৫০
০৯: ০৯, জুন ৮
ইনিংসের নবম এসে দলীয় ৫০ রান পেরিয়েছে বাংলাদেশ। হাসারাঙ্গাকে ছক্কা হাঁকিয়ে ওভার শেষ করেছেন হৃদয়। এটিই ইনিংসের প্রথম ছক্কা।
বাংলাদেশ ৯ ওভারে ৫৮/৩।
পাওয়ারপ্লে শেষে
০৮: ৫৯, জুন ৮
শ্রীলঙ্কা—৫৩/২; বাংলাদেশ—৩৪/৩
চার দিয়ে পাওয়ারপ্লের শেষটা হয়েছে। এটা অন্তত ইতিবাচক!
তৃতীয় উইকেট নেই
০৮: ৫২, জুন ৮
বেশিক্ষণ টিকলেন না শান্তও। থুশার হাফভলি ডেলিভারিতে ড্রাইভটা ঠিকমত হয়নি শান্তর। এতে কাভারে ধরা পড়েন টাইগার দলপতি।
পঞ্চম ওভারে প্রথম চার
০৮: ৫০, জুন ৮
বলটি লিটনের নিয়ন্ত্রণে ছিল না। তাতেই এসেছে প্রথম বাউন্ডারি। কিপারের মাথার ওপর দিয়ে বাউন্ডারি ছাড়িয়েছে বলটি।
৫ ওভারে ২৮/২
বাউন্ডারি ছাড়া ৪ ওভার
০৮: ৪৯, জুন ৮
ইনিংসের চতুর্থ ওভার শেষে ২০ রান সংগ্রহ পেলেও কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি টাইগাররা। ঠিক মতো কোনো টাইমিংও হচ্ছে না। টিকে থাকাই যেন লক্ষ্য।
৩ ওভারে ২০/২।
তানজিদ বোল্ড
০৮: ৩৯, জুন ৮
নুয়ান থুশারা বলটি বুঝতেই পারেননি ওপেনার তানজিদ হাসান তামিম। তার ফুললেংথের ডেলিভারিতে ব্যাট চালিয়েছিলেন। তবে তা লাগেইনি। এতেই ভেঙেছে তার স্ট্যাম্প। এতে পরপর দুই ওভারে উইকেট হারিয়েছে বাংলাদেশ।
৩ ওভারে ১৬/২।
প্রথম ওভারেই নেই সৌম্য
০৮: ২৯, জুন ৮
লক্ষ্যটা মোটে ১২৫/ এতে কিছুটা চাপ ছাড়াই মাঠে নেমেছিল টাইগাররা। তবে দুশ্চিন্তা টাইগারদের অফফর্ম টপ-অর্ডার। ডালাসেও সেটিই দেখা মিললো। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন সৌম্য সরকার।
ক্যাচ তুললেন মিড অনে। এতে প্রথম ওভারেই উইকেট হারালো বাংলাদেশ।
১ ওভারে ৩/১
শ্রীলঙ্কার পুঁজি ১২৪
৮:১৮, জুন ৮
গুরুত্বপূর্ণ ম্যাচ খুব কমই এমন কামব্যাক করেছে বাংলাদেশ। বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে টাইগার বোলারদের রীতিমত চাপে রেখেছিল শ্রীলঙ্কার টপ-অর্ডার। তবে ইনিংসের নবম ওভারে টাইগারদের বোলারদের দুর্দান্ত কামব্যাকে পাল্টে যায় সবকিছু। শেষ ১০ ওভারে রীতিমত খাবি খেয়েছে লঙ্কানরা। রিশাদ-মোস্তাফিজের আগুনে বোলিংয়ে বড় পুঁজি দাঁড় করতে পারেনি শ্রীলঙ্কা।
শনিবার (৮ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানের সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা।
২০ ওভারে ১২৪/৯
বিস্তারিত : দুর্দান্ত বোলিয়ে লঙ্কানদের নাগালে রাখল টাইগাররা
ফের তাসকিনের আঘাত
৮:০১, জুন ৮
তাসকিনের বলে জায়গায় দাঁড়িয়ে কাট করতে চেয়েছিলে দাসুন শানাকা। তবে ঠিকঠাক মতো টাইমিং না হওয়ায় প্যাভিলিয়নে ফিরতে হলো তাকে। এই ওভারে মোটে ৩ ওভার এসেছে।
১৮ ওভারে ১১৫/৭
রিশাদের তৃতীয় আঘাত
৭:৫৭, জুন ৮
এবার রিশাদের ফ্লাইট আর টার্নে পরাস্ত ধনাঞ্জয়া ডি সিলভা। এতে ১৭তম ওভারে এসে ষষ্ঠ উইকেট হারিয়েছে লঙ্কানরা।
ডালাসে উজ্জীবিত বাংলাদেশ। অন্যদিকে চাপে লঙ্কানরা।
১৭ ওভারে ১১২/৬
রিশাদের জোড়া আঘাত
৭:৪৭, জুন ৮
দলীয় ১০০ পেরোনোর পরই রিশাদকে স্লগ সুইপ করতে চেয়েছিলেন আসালাঙ্কা। তবে যুতসই ছিল না। এতে স্কয়ার লেগে সাকিবের হাতে ধরা পড়েছেন তিনি। বিশ্বমঞ্চে এটিই রিশাদের প্রথম উইকেট।
ঠিক পরের বলেই নিজের দ্বিতীয় শিকার পেয়েছেন রিশাদ। এবার আউটসাইড-এজড হয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত তা আর হয়নি। এ ওভারে রিশাদ দিয়েছেন ৩ রান, নিয়েছেন ২ উইকেট।
১৫ ওভারে ১০৩/৫
শ্রীলঙ্কার ১০০
৭:৪০, জুন ৮
আসালাঙ্কা ও ডি সিলভার জুটিতে দলীয় ১০০ পেরিয়েছে শ্রীলঙ্কা। লেগবাইয়ে আসা সিঙ্গেল থেকে ১৪তম ওভারের শেষ বলে ১০০ পেরিয়েছে দলটি।
১৪ ওভারে ১০০/৩।
ফের ওভারথ্রোয়ে চার
৭:৩১, জুন ৮
ব্যাকওয়ার্ড পয়েন্টে ঢেলে দিয়ে রান নিতে গিয়ে রানআউটের শঙ্কা তৈরি করেছিলেন আসালাঙ্কা। তবে সরাসরি লাগেনি রিশাদের থ্রো। এরপর ফের রান নিতে গিয়ে ফিরে আসেন এই ব্যাটার। এবার সৌম্যর থ্রো স্ট্যাম্পে আঘাত হানলেও বাউন্ডারি ছাড়িয়ে গেছে। এতে অতিরিক্ত খাত থেকে দ্বিতীয়বার ৪ পেয়েছে লঙ্কানরা।
১২ ওভারে ৮৯/৩।
আক্রমণে রিয়াদ
৭:২১, জুন ৮
ষষ্ঠ বোলার হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদকে আক্রমণে এনেছিলেন শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে এই ওভারে মোটে ৪ রান দিয়েছেন তিনি।
১০ ওভারে শ্রীলঙ্কা ৭৪/৩
ফের মোস্তাফিজের আঘাত
৭:১৫, জুন ৮
বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে বাংলাদেশকে রীতিমত দুশ্চিন্তায় রেখেছিলেন নিশাঙ্কা। তবে মোস্তাফিজ ঝলকে শেষ পর্যন্ত তাকে ফিরিয়েছে বাংলাদেশ। ১ ছক্কা ও ৭ চারে ফিফটির কাছাকাছি গিয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন তিনি।
ওয়ারপ্লেতে ৫৩
৭:০৭, জুন ৮
প্রথম ৬ ওভারে প্রায় ৮ দশমিক ৮৩ রান রেট শ্রীলঙ্কার। বিপরীতে দুই উইকেট পেয়েছে বাংলাদেশ।
পাওয়ারপ্লেতে চার বোলার—তানজিম, সাকিব, তাসকিন ও মোস্তাফিজকে আক্রমণে এনেছেন শান্ত।
মোস্তাফিজের উইকেট
৭:০৫, জুন ৮
আক্রমণে এসেই কামিন্দু মেন্ডিস ফিরিয়েছেন মোস্তাফিজ। মিডঅফে তানজিমের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন এই ব্যাটার।
সাকিবের খরুচে ওভার
৬:৫১, জুন ৮
দুই প্রান্ত থেকেই বোলিংয়ে পরিবর্তন এনেছিলেন শান্ত। তবে ইনিংসের পঞ্চম ওভারে এসে সাকিবের ওপর চড়াও হয়েছিলেন নিশাঙ্কা। চারটি বাউন্ডারি হাঁকান তিনি। পাঁচ ওভার শেষে ৮ বাউন্ডারির বিপরীতে একটি ছক্কা হাঁকিয়েছে লঙ্কানরা
৫ ওভারে ৪৮/১
তাসকিনের উইকেট
৬:৫১, জুন ৮
জোড়া চার হাঁকিয়ে তাসকিনকে স্বাগত জানিয়েছিলেন কুশল মেন্ডিস। তবে টাইগার এই পেসারের লেংথ ডেলিভারিতে ফাঁদে পড়েন। ইনসাইড-এজে শেষ পর্যন্ত প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার। শেষ পর্যন্ত তৃতীয় ওভারে এসে প্রথম উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ।
৩ ওভারে ২৫/১
অন্যপ্রান্তে সাকিব
৬:৪৫, জুন ৮
তানজিমের পর আক্রমণে সাকিব আল হাসান। তার ওভারে ৮ রান তুলেছে লঙ্কানরা। এর মধ্যে ৪ রানই লঙ্কানদের উপহার দিয়েছে বাংলাদেশ। তানজিমের ওভার থ্রো থেকে ১ জায়গায় ৫ রান পেয়েছে তারা।
২ ওভারে ১৩/০
আক্রমণে তানজিম
৬:৩৯, জুন ৮
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিম সাকিবকে দিয়ে আক্রমণের শুরুটা করেছে বাংলাদেশ। ওভারের দ্বিতীয় ডেলিভারিতেই বাউন্ডারি হাঁকান নিশাঙ্কা। তবে পরের ৪ বল দিয়েছেন মোটে ১ রান।
১ ওভারে ৫/০।
শ্রীলঙ্কা একাদশ
৬:০৯, জুন ৮
তিন বোলারের সঙ্গে পাঁচ অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছেন লঙ্কানরা।
শ্রীলঙ্কা একাদশ : পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহীশ তিকশানা, মাতিশা পাতিরানা ও নুয়ান তুশারা।
বাংলাদেশ একাদশ
৬:০৫, জুন ৮
চোটের কারণে যুক্তরাষ্ট্র সিরিজে খেলা হয়নি তাসকিন আহমেদের। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ফিরেছেন এই পেসার। এদিকে নিজেদের বিশ্বকাপ অভিযানে আরেক পেসার শরিফুলের সার্ভিস পাচ্ছে না লাল-সবুজেরা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন তিনি।
একাদশ : তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।
টস
৬:০২, জুন ৮
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ শুরুতে সিম ও সুইং আশা করছেন তিনি।
স্বাগতম
৫:৫৮, জুন ৮
সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে নিজেদের প্রথম ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। স্থানীয় সময় ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৬টায়।
মন্তব্য করুন