ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

হোয়াটসঅ্যাপে যেভাবে ভিডিও বার্তা পাঠাবেন

আরটিভি নিউজ

শনিবার, ০৫ আগস্ট ২০২৩ , ০৪:৫৩ পিএম


loading/img

বর্তমানে যোগাযোগের সহজমাধ্যম হোয়াটসঅ্যাপ। এতদিন বার্তা বা ছবি আদান-প্রদান, ভয়েস ও ভিডিওকলের সুযোগ মিললেও সম্প্রতি ভিডিও বার্তা পাঠানোর সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ।

বিজ্ঞাপন

আইফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন থেকে সহজেই এ সুবিধা ব্যবহার করা যায়।

ভিডিও বার্তা পাঠানোর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপের চ্যাট অপশনে প্রবেশ করতে হবে। এরপর অডিও বার্তা পাঠানোর আদলে মাইক্রোফোন বাটন ট্যাপ করে ভিডিও মেসেজ বাটন নির্বাচন করতে হবে।

বাটনটি ট্যাপ করার পর ভিডিও আইকন চেপে ধরে ভিডিও রেকর্ড করতে হবে। বাটন থেকে আঙুল তুলে নিলেই রেকর্ড করা ভিডিও বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে পোস্ট হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও বার্তা পাঠানো যাবে। ফলে চাইলে ভিডিও বার্তার মাধ্যমে বন্ধু বা পরিচিতদের জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য বা অন্যদের বার্তার প্রতিক্রিয়াও জানানো সম্ভব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |