ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

গুগল প্লে স্টোরে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের অ্যাপ্লিকেশন

আরটিভি অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭ , ০৪:৩৬ পিএম


loading/img

গুগল প্লে স্টোরে উন্মুক্ত হয়েছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের বিশ্লেষণ নিয়ে লেখা বই ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ: রাজনীতির মহাকাব্য’এর অ্যাপ্লিকেশন।

বিজ্ঞাপন

গতকাল সোমবার ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ: রাজনীতির মহাকাব্য’ বইটির মোড়ক, ডিজিটাল ভার্সন ই-বুক ও মোবাইল অ্যাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ জানান, দেশের প্রখ্যাত ব্যক্তিদের বিশ্লেষণে বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ: রাজনীতির মহাকাব্য’ বইটির ছাপা সংস্করণ, ই-বুক ও অ্যাপ তৈরি করা হয়েছে। গুগল প্লে স্টোরে ‘সেভেনথ মার্চ স্পিচ অ্যানালাইসিস’ নামে অনুসন্ধান করলে অ্যাপটি পাওয়া যাবে। অ্যাপটি ডাউনলোড করা যাবে https://goo.gl/MaJM3r লিংক থেকে। প্লে স্টোর থেকে অ্যাপটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।

বিজ্ঞাপন

বইটিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিক্ষাবিদ মুস্তাফা নূরউল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, আবদুল গাফ্‌ফার চৌধুরী, কামাল লোহানী, মুনতাসীর মামুন, হাসান আজিজুল হক, অজয় রায়, মুহম্মদ জাফর ইকবাল, আ আ ম স আরেফিন সিদ্দিক, আবেদ খান, এস এ মালেক, সেলিনা হোসেন, আনিসুল হক প্রমুখের লেখা রয়েছে।

এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |