ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

আইফোনের দিন শেষ, টেসলার বাংলাদেশ!

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০১:৫০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

প্রযুক্তির দুনিয়ায় প্রতিনিয়ত নতুন নতুন চমক আসছে। এবার নতুন চমক দিয়েছে বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। নিজেদের প্রথম স্মার্টফোন ‘টেসলা ফোন পি’ বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়েছে তারা। আর সেই ফোনে বাংলাদেশের সরাসরি যুক্ত হওয়ার কথা শোনা যাচ্ছে। যা দেশের জন্য নিঃসন্দেহে গর্বের বিষয়।    

বিজ্ঞাপন

মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেসএক্স ও ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক চলতি বছরের ডিসেম্বরে বাজারে আনতে যাচ্ছেন টেসলা পাই নামে নতুন ফোন। প্রযুক্তিপ্রেমীদের ধারণা আইফোন ও অ্যানড্রয়েডকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে ইলন মাস্ক। সম্প্রতি এক টুইটে বাজারে ফোন আনার খবর জানান ইলন। তিনি জানান, প্রয়োজন হলে আইফোন ও অ্যানড্রয়েডের বিকল্প ফোন তৈরি করবেন।    

বিজ্ঞাপন

নতুন এই ফোন নিয়ে অনেকেই বলছেন, আইফোনের দিন বুঝি ফুরিয়ে এলো! কারণ টেসলার ফোনে থাকবে এমন কিছু প্রযুক্তি, যা আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ডিভাইসে নেই। 

টেসলার ফোনে বাংলাদেশের কী ভূমিকা?  
বিশ্ব প্রযুক্তির বড় মঞ্চে বাংলাদেশের নাম আসাটা বড় গর্বের। জানা গেছে, টেসলা ফোনের জন্য কিছু সফটওয়্যার টেস্টিং এবং ইউজার এক্সপেরিয়েন্স উন্নয়নে বাংলাদেশি প্রযুক্তিবিদদের যুক্ত করা হবে। এমনকি কিছু হার্ডওয়্যার অ্যাসেম্বলির কাজেও বাংলাদেশের একটি প্রযুক্তি কোম্পানিকে পার্টনার করা হতে পারে এমন কথাও শোনা যাচ্ছে।  

টেসলা পি ফোনের সম্ভাব্য ফিচার:  
- সোলার চার্জিং (সূর্যের আলোয় চার্জ হবে)  
- নিউরাল-লিংক সাপোর্ট (মস্তিষ্কের ইঙ্গিতে অপারেশন!)  
- স্যাটেলাইট কানেক্টিভিটি (ইন্টারনেট থাকবে সিগন্যাল ছাড়াও)  
- মঙ্গলে ব্যবহারযোগ্য প্রযুক্তি (Elon Musk-এর Mars Vision অনুযায়ী)  
- ইন্টিগ্রেটেড টেসলা কার কন্ট্রোল সিস্টেম  

বিজ্ঞাপন

টেসলার ফোন তৈরিতে বাংলাদেশের কোনো প্রযুক্তিবিদের অংশগ্রহণের খবর এখনো পর্যন্ত অফিসিয়ালি নিশ্চিত করা হয়নি। তবে, টেসলার ফোন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ও গ্রুপে এ নিয়ে আলোচনা দেখা যায়। এই ফোনটি নিয়ে প্রযুক্তি বিশ্বে আগ্রহ থাকলেও, এটি আসলে গুজব নাকি সত্যি, তা এখনো স্পষ্ট নয়। 

বিজ্ঞাপন

টেসলার ফোন নিয়ে কিছু তথ্য:
কিছু প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে টেসলার স্মার্টফোন "পাই" বা "পি" নিয়ে আলোচনা করা হয়েছে। 
এই ফোনটিতে স্যাটেলাইট থেকে সরাসরি ইন্টারনেট ব্যবহারের সুবিধা, নিউরোলিংক প্রযুক্তি, এবং সোলার প্যানেল দিয়ে চার্জ দেওয়ার সুবিধার কথা বলা হয়েছে, এমনটাই বলছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট 
কিছু ওয়েবসাইটে এই ফোনটিকে "মডেল পাই" হিসেবেও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

এতসব চমকপ্রদ ফিচারের কারণে বিশ্লেষকরা বলছেন, এই ফোন বাজারে এলে আইফোনের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে। আর সেই সাফল্যে সামান্য হলেও বাংলাদেশের অবদান থাকবে। যা নিঃসন্দেহে আনন্দের খবর। প্রযুক্তি জগতে বাংলাদেশের এই অগ্রযাত্রা ভবিষ্যতের জন্য একটি বড় সম্ভাবনার দ্বার খুলে দিবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |