• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

একটিই দাবি, খালেদা জিয়ার মুক্তি : ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১১

আজকের এই জনস্রোত থেকে আমাদের একটিই দাবি, বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (সোমবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টায় পূর্বঘোষিত মানববন্ধনে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়া দেশে কোনও নির্বাচন হবে না। হতে দেয়া হবে না। তার নেতৃত্বেই জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশ নেব। তাকে ছাড়া আমরা কোনও নির্বাচনেই অংশগ্রহণ করব না।

তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার করতে হবে। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: বিএনপি নেতা শামসুজ্জামান দুদু আটক
--------------------------------------------------------

ফখরুল বলেন, খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি না দেয়া পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন থামানো যাবে না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

এরআগে দলের চেয়াপরপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সকাল থেকেই প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হন।

মানববন্ধনে অন্যান্যের মাঝে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, আবদুস সালাম, জয়নাল আবদীন ফারুক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া ২০-দলীয় জোটের শরিক দলের মধ্যে কল্যাণ পার্টির মহাসচিব সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়াসহ জোটের নেতাদের মানববন্ধনে দেখা গেছে।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যকে সেখানে অবস্থান নিতে দেখা গেছে।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস
পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে: মির্জা ফখরুল
খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ জানাল সৌদি আরব
বিএনপি বন্ধু চায়, প্রভু নয়: মির্জা ফখরুল