রাজধানীর মিরপুরের রাইনখোলায় ঈগল পরিবহনের একটি বাসের চাপায় রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল চালিয়ে অফিসে যাচ্ছিলেন।
রোববার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর শাহ আলী থানাধীন রাইনখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রূপনগর থানার ওসি শেখ মোহাম্মদ শাহ আলম আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহতের মরদেহ সোহরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দসহ বাসের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
ওসি আরও বলেন, এসআই উত্তম কুমার ডিউটির জন্য থানায় যাচ্ছিলেন। এসময় তিনি মিরপুরের শাহ আলী থানাধীন রাইনখোলা মোড়ে পৌঁছালে ঈগল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উত্তম কুমার মারা যান। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি এলাকায়।
আরও পড়ুন :
- ভোট দিলে দেবে না দিলে নাই, কিছু আসে যায় না: প্রধানমন্ত্রী
- সড়ক দখলমুক্ত রাখতে প্রতিশ্রুতি দিলেন ট্রাকস্ট্যান্ড মালিক-শ্রমিকরা
এমসি/জেএইচ