ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএনপির অবস্থা হবে মুসলিম লীগের মতো: মেনন

সাভার প্রতিনিধি

শনিবার, ২৭ জানুয়ারি ২০১৮ , ০৭:৪২ পিএম


loading/img

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ না করে তাহলে তাদের অবস্থা পাকিস্তানের মুসলিম লীগের মতো হবে। বললেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

বিজ্ঞাপন

শনিবার রাতে সাভার উপজেলা পরিষদের অডিটরিয়ামে রাজফুলবাড়িয়া শাপলা প্রতিবন্ধী সংগঠনের ১২তম বর্ষবরণে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, আগামী নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ না করে তাহলে তাদের দলেরও নিবন্ধন বাতিল হতে পারে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই তাদেরকে নির্বাচনে আসতে হবে। নির্বাচনে কে এলো না এলো কারও জন্য নির্বাচন বন্ধ থাকবে না। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ বছর নির্বাচনের উৎসব, বিএনপির উৎসব না। জনগণ উৎসবের সঙ্গে নির্বাচনে ভোট দেন। জনগণ যদি পক্ষে থাকে তাহলে নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। এরইমধ্যে যুদ্ধাপরাধীর দল জামায়াতের নিবন্ধন বাতিল হয়ে গেছে। 

রাজফুলবাড়িয়া শাপলা প্রতিবন্ধী সংগঠনের সভাপতি হাদিস খান হাদির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, যুক্তরাজ্যের ফ্রিল্যান্স কনসালটেন্ট সোহেল আহমেদ, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

আরও পড়ুন: 

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |