ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

ফরিদপুরে ১৫ পেট্রলবোমাসহ আটক ১

ফরিদপুর প্রতিনিধি

রোববার, ১১ ফেব্রুয়ারি ২০১৮ , ০২:৪৫ পিএম


loading/img

ফরিদপুরের ১৫টি পেট্রলবোমা ও ৯০ পিস ইয়াবাসহ শাহারিয়ার হোসেন শান্ত (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৮। 

বিজ্ঞাপন

রোববার সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। 

আটককৃত শান্ত চরকৃষ্ণপুর গ্রামে শাহাদত হোসেনে ছেলে।

বিজ্ঞাপন

ফরিদপুর র‌্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রইছ উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ১ নম্বর গোয়ালচামট সড়ক অভিযান চালিয়ে ১৫টি পেট্রলবোমা ও ৯০ পিস ইয়াবাসহ মো. শাহারিয়ার হোসেন শান্তকে (২২) আটক করা হয়। 

তিনি জানান, শান্ত একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে সাতটি মামলা চলমান রয়েছে। 

র‌্যাব সূত্রে জানা যায়, শান্ত দীর্ঘদিন ধরে ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকায় ইয়াবা বিক্রয়সহ সন্ত্রাসী কার্যক্রম চালাত। 

বিজ্ঞাপন

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ফরিদপুর জেলার কোতোয়ালী থানায় একটি বিস্ফোরক ও একটি মাদকদ্রব্য আইনে মামলা করেছে।

আরও পড়ুন:

কেএইচ/এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |