কুড়িগ্রামের নাগেশ্বরীতে চুরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে নাগেশ্বরী পৌরসভার বাজার মসজিদ এলাকায়।
স্থানীয়রা জানায়, পৌরসভার বানিটারীর বকুল মিয়ার ছেলে স্বপন মিয়া (১৮) বৃহস্পতিবার গভীর রাতে বাজার মসজিদ মার্কেটের আমিনুল ইসলামের ভাই ভাই টেলিকম দোকানের টিনের চাল কেটে ভিতরে ঢোকার চেষ্টা করে। এ সময় বকুল দোকানের ভিতরের দিকে ফসকে পড়ে যায়। চালের নিচে থাকা বাসের সিলিং গলিয়ে পড়ার সময় দুই সিলিংয়ের মাঝে তার গলা আটকে যায় এবং সে ঝুলতে থাকে। পরে সেখানেই তার মৃত্যু হয়। সকালে ওই দোকানের মালিক আমিনুল ইসলাম দোকান খুলতে গিয়ে স্বপনকে সিলিংয়ে ঝুলতে দেখেন। পরে পুলিশকে খবর দেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির-উল ইসলাম চৌধুরী বলেন, স্বপন চুরি করতে গিয়ে সিলিংয়ে ফাঁস লেগে মারা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসএইচ/পি