ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর কওমি মাদরাসা থেকে এক ছাত্রের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ছাত্রের নাম আবু বক্কর (১৬)। সে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার সুপারসহ আটজনকে আটক করেছে পুলিশ।
মাদরাসার শিক্ষার্থীরা জানান, ফজরের নামাজের পর বাথরুমে বক্করের মরদেহ দেখা যায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠায়।
নিহত আবু বক্করের স্বজনরা জানান, গতকাল শুক্রবার সকালে বাড়ি যায় বক্কর। দুইশ টাকা নিয়ে সন্ধ্যার আগেই মাদরাসায় আসে। পরে সকালে তার মৃত্যুর খবর পাওয়া যায়। স্বজনদের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। তবে মাদরাসা কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বলে দাবি করছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:
জেবি/পি