ব্রাহ্মণবাড়িয়ায় বিনা পয়সায় ফল কিনতে গিয়ে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত আটটার দিকে পৌর শহরের তোফায়েল আজম (টি এ) সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম হাসিবুল হোসেন (৫০)। তিনি জেলার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত আনু সরদারের ছেলে।
--------------------------------------------------------
আরও পড়ুন: মানিকগঞ্জে পরিবহন ধর্মঘট চলছে
--------------------------------------------------------
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীন হোসেন জানান, হাসিবুল দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন দোকান থেকে পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায় ও মালামাল নিত। মঙ্গলবার রাতে তোফায়েল আজম সড়কের একটি ফলের দোকানে বিনা পয়সায় ফল নিতে চায়। এসময় দোকানির সন্দেহ হলে তিনি থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
তিনি আরও জানান, আজ বুধবার সকালে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরও পড়ুন:
জেবি/পি