ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

টেকনাফে অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি

শুক্রবার, ৩০ মার্চ ২০১৮ , ০৪:৪০ পিএম


loading/img

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা হোয়াইক্যং উনচিপ্রাং থেকে অস্ত্রসহ মো. সেলিম (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. শাহাজাহানের নেতৃত্বে পুলিশের একটি দল উনচিপ্রাংয়ের অলি আহমদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে সেলিমকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় লাইট গান (এলজি) উদ্ধার করে পুলিশ।

সেলিম উনচিপ্রাংয়ের ছফর আহমদের ছেলে। তার বিরুদ্ধে ২টি ডাকাতি এবং একটি অস্ত্র মামলা রয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই মো. শাহাজাহান বলেন, পুলিশ তাকে অনেকদিন ধরে খুঁজছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হলো।

কে/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |