ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

তিতাসের বগি লাইনচ্যুত, ঢাকা-টঙ্গী লাইনে রেল চলাচল বন্ধ

টঙ্গী প্রতিনিধি

শনিবার, ১৪ এপ্রিল ২০১৮ , ১০:০৯ পিএম


loading/img

ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের একটি বগির চাকা পড়ে যাওয়ায় ঢাকা-টঙ্গী লাইনে রেল চলাচল তিন ঘণ্টা ধরে বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

এসময় ট্রেন থেকে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে তাদের নাম জানা যায়নি।

শনিবার রাত সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন আরটিভি অনলাইনকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তিতাস কমিউটার এক্সপ্রেস ট্রেনটি টঙ্গীর নতুন বাজার এলাকায় আসা মাত্রই সামনের বগির চাকা খুলে যায়। এসময় বিকট শব্দ ও আগুন দেখে চালক ট্রেন বন্ধ করে দেন।

এদিকে দ্রুত ট্রেন থেকে নামতে গিয়ে অন্তত ১০জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এসআই দেলোয়ার আরও জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসেছে।

বিজ্ঞাপন

উদ্ধার কাজ শেষ হলেই এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান এসআই দেলোয়ার।

জেবি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |