ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

নারীঘটিত কারণে ভাইয়ের হাতে ভাই খুন

কুষ্টিয়া প্রতিনিধি

মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮ , ০৯:৫১ এএম


loading/img

নারীঘটিত বিরোধের জেরে কুষ্টিয়া সদর উপজেলায় চাচাতো ভাইয়ের হাঁসুয়ার কোপে ভাই নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার রাত নয়টার দিকে উপজেলার ঝালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মিঠুন (৩৫)। তিনি ওই গ্রামের এনায়েত হোসেনের ছেলে।

ঘটনার পর থেকে অভিযুক্ত চাচাতো ভাই শিমুল হোসেন পলাতক রয়েছেন। তিনি মাওলা হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, গ্রামের বাড়ির সামনেই শিমুল হোসেনের মুদি দোকান রয়েছে। রাত নয়টার দিকে মিঠুন ওই দোকানের সামনে গেলে, শিমুল দোকান থেকে বের হয়ে একটি ধারালো হাঁসুয়া দিয়ে মিঠুনের ঘাড়ে ও পেটে আঘাত করে।

পরে উপস্থিত লোকজন দ্রুত মিঠুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে অভিযুক্ত শিমুল হোসেন ঘটনার পরপরেই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ওসি আরও জানান, অভিযুক্ত শিমুলকে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন  :

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |