• ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১
logo

ভুল অপারেশনে রোগী মৃত্যুর অভিযোগে ক্লিনিক ভাঙচুর

মেহেরপুর প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৫

ভুল অপারেশনে আব্দুল মালেক (৪৫) নামের এক রোগী মৃত্যুর অভিযোগে মেহেরপুর শহরের তাহের ক্লিনিকে ভাঙচুর করেছে রোগীর স্বজনরা।

গতকাল বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

আব্দুল মালেক সদর উপজেলার গোভীপুর গ্রামের মৃত হারান শেখের ছেলে।

রোগীর স্বজনদের সূত্রে জানা গেছে, সদর উপজেলার গোভীপুর গ্রামের কৃষক আব্দুল মালেক মাঠে কাজ করতে গিয়ে হাঁসুয়ায় পায়ের রগ কেটে যায়। স্বজনরা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়ায় রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

আব্দুল মালেকের মেয়ে সোনিয়া খাতুন জানান, জনৈক এক ব্যক্তির পরামর্শে আমারা রোগী নিয়ে তাহের ক্লিনিকে যায়। সেখানে বিকেলে অপারেশন করেন ক্লিনিকের চিকিৎসক। অপারেশনের আগে ওষুধ দিয়ে অজ্ঞান করার পর আব্দুল মালেকের জ্ঞান ফেরেনি। অজ্ঞান করার প্রক্রিয়া ভুলের কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগে সোনিয়া খাতুনসহ তার পরিবারের।

এদিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে রোগীর স্বজনরা ক্লিনিকে গিয়ে ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে অভিযোগ মিথ্যা দাবি করে তাহের ক্লিনিকের মালিক ডাঃ আবু তাহের সিদ্দিকী বলেন, যথাযথভাবে অপারেশন করা হয়েছে। হাসপাতাল-ক্লিনিকে তো রোগী মারা যেতেই পারে। কিন্তু মিথ্যা অভিযোগে তারা গায়ের জোরে ক্লিনিকে হামলা করেছে।

মেহেরপুর সিভিল সার্জন ডাঃ জিকেএম শামসুজ্জামান বলেন, ঘটনাস্থলে তদন্ত করছি। তদন্ত শেষ হলেই ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিউনিসিয়ায় নৌকা ডুবে ২৭ অভিবাসীর মৃত্যু
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের
জামালপুরে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
বিপিএলের টিকিট না পেয়ে কাউন্টারে ভাঙচুর-অগ্নিসংযোগ