ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

পাচার অর্থ উদ্ধারে বিদেশি পরামর্শক নিয়োগ দেবে এনবিআর

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০৪ ফেব্রুয়ারি ২০১৮ , ০৫:০৫ পিএম


loading/img

বিদেশে অর্থপাচারের তদন্ত করতে বিদেশি একটি প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

বিজ্ঞাপন

এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

আজ রোববার বিকেলে এনবিআর সম্মেলন কক্ষে এনবিআর-বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

অর্থপাচার বিষয়ে এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশ থেকে অর্থপাচারের যে ফিগারের কথা বলা হয়েছে সুনির্দিষ্টভাবে তা অথেনটিক বলা যাবে না। পূর্বে যে অর্থপাচার হয়েছে তা নিয়ে দুর্নীতি দমন কমিশন কিছু কাজ করেছে, এখনও করছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভালোবাসার গল্প লিখে পুরস্কার!
--------------------------------------------------------

তিনি বলেন, এনবিআর থেকে একটি অ্যাকাউন্টিং ফার্মকে তদন্ত করার কাজ দেওয়ার জন্য চিন্তাভাবনা করছি। যদি বাইরে অর্থপাচার হয়ে থাকে তারা যাতে সেসব তথ্য সংগ্রহ করতে পারে। ওই অ্যাকাউন্টিং ফার্মটি অর্থপাচার নিয়ে দেশের বাইরে কিছু কাজ করে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির নাম প্রকাশ না করে চেয়ারম্যান বলেন, আমরা প্রতিষ্ঠানটির সঙ্গে সমঝোতা স্মারক সই করার পর নাম বলবো। প্রতিষ্ঠানটি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। যেটি আমাদের দেশেও অর্থপাচার নিয়ে কিছু কাজ করে।

আরও পড়ুন:

এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |