তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকাসহ কয়েকটি এলাকার তফসিলি ব্যাংকের শাখাগুলো আগামী শনিবার (১৮ আগস্ট) খোলা থাকবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
-----------------------------------------------------------------------
আরও পড়ুন : লাইসেন্স প্রক্রিয়া জটিল তাই দালালই ভালো: ভুক্তভোগী (ভিডিও)
-----------------------------------------------------------------------
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা পূর্বে পোশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের বেতন ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে এবং রপ্তানী বাণিজ্য সচল রাখার স্বার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের শাখাসমুহ বা তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করণপূর্বক আগামী ১৮ আগস্ট, ২০১৮ তারিখ শনিবার পূর্ণ দিবস খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।
আরও পড়ুন :
এমসি/ এমকে