• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

নতুন ছবিতে মাহি!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ অক্টোবর ২০১৭, ১৭:০৮

জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। জানা গেছে, নাম ঠিক না হওয়া ছবিটিতে তার বিপরীতে অভিনয় করবেন সাইমন সাদিক! পরিচালনা করবেন ‘দুই নয়নের আলো’ খ্যাত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

এ ব্যাপারে জানতে চাইলে মানিক কৌশলী উত্তর দিয়েছেন। এ নির্মাতা আরটিভি অনলাইনকে বলেন, আমার পরিচালিত ‘জান্নাত’ ছবিতে মাহি অভিনয় করেছেন। তিনি দারুণ একজন অভিনেত্রী। তার অভিনয় ও ব্যবহারে মুগ্ধ আমি। কাজের ব্যাপারে খুব যত্নশীল। নতুন একটি ছবির বিষয়ে তার সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। এখনো তাকে চুক্তিবদ্ধ করানো হয়নি। সবকিছু ঠিক থাকলে শিগগিরই ছবিটির শুটিং শুরু করব।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিতে জুটি বেঁধেছেন সাইমন-মাহি। এ জুটির প্রথম ছবি ‘পোড়ামন’ ব্যবসা সফল হয়েছিল।

‘জান্নাত’ নিয়ে সাইমন-মাহি দুজনেই খুব আশাবাদী। এই ছবিটি দেখে দর্শক বিনোদনের পাশাপাশি অনেক কিছু শিখতে পারবেন। সমসাময়িক ঘটনা নিয়েই ছবিটির গল্প। এমনটাই জানিয়েছেন তারা।

২০১২ সালে ‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক মাহির। এরপর একে একে অন্যরকম ভালোবাসা, পোড়ামন, তবুও ভালোবাসি, অগ্নি, কি দারুন দেখতে, দবির সাহেবের সংসার, ভালোবাসা আজকাল, দেশা-দ্য লিডার, অনেক সাধের ময়না, রোমিও ভার্সেস জুলিয়েট, অনেক দামে কেনা, কৃষ্ণপক্ষ, ঢাকা অ্যাটাক ছবিগুলোতে দেখা গেছে তাকে।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাহিয়া মাহির স্ট্যাটাস নিয়ে নেটদুনিয়ায় শোরগোল
ছেলের সঙ্গে জন্মদিনের কেক কাটবেন মাহি
‘তোমাকে দেখাবো আর ঠাডায় ২টা থাপ্পড় মারবো’
আমি একটা ছাগল, এবার আমি মানুষ হব ইনশাআল্লাহ: মাহি